• শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪২৯
বাংলাদেশ ও ভারত বিশেষ বন্ধনে আবদ্ধ: ভারতীয় হাইকমিশনার

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

বাংলাদেশ ও ভারত বিশেষ বন্ধনে আবদ্ধ: ভারতীয় হাইকমিশনার

  • মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ অক্টোবর ২০২১

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, ভারত ও বাংলাদেশ একটি বিশেষ বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ; যা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের ময়দান থেকে শুরু হয়ে আজ পর্যন্ত তা অটুট আছে।

আজ বৃহস্পতিবার বিকেলে দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির পূজামণ্ডপ পরিদর্শনে এসে ভারতের পক্ষ থেকে কুমুদিনী হাসপাতালকে অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সরঞ্জাম প্রদান অনুষ্ঠানে ভারতেশ্বরী হোমস এর ভিতর মাঠে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সবাইকে দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে আরো বলেন, মুক্তিযুদ্ধের মূল্যবোধ আজও বাংলাদেশে টিকে আছে এজন্য বাংলাদেশের সাবর্জজনীন দুর্গোৎসব স্বাধীনভাবে উদযাপন করছেন সনাতনধর্মাবলম্বীরা। এটি সত্যিকারের বাংলাদেশ। যার জন্য বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। আমাদের অভিন্ন ইতিহাস ও সংস্কৃতি গভীর বন্ধুত্বের সৃষ্টি করেছে। ভারত ও বাংলাদেশ উন্নয়নের পথে একসাথে চলার মাধ্যমে অনেক কিছু অর্জন করতে পারবে বলেও তিনি উল্লেখ করেন। এসময় তার সহধর্মিণী সঙ্গীতা দোরাইস্বামী তার সাথে উপস্থিত ছিলেন।

এছাড়া অন্যান্যের মধ্যে কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা, কুমুদিনী হাসপাতালের পরিচালক (শিক্ষা) ভাষা সৈনিক প্রতিভা মুৎসুদ্দি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. শরফুদ্দীন, এএসপি (মির্জাপুর সার্কেল) এ.এস.এম মুনসুর মুসা, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডাঃ প্রদীপ কুমার রায়, ডাঃ এবিএম আলী হাসান, মির্জাপুর থানার ওসি মোহাম্মাদ রিজাউল হক, কুমুদিনী হাসপাতালের সহকারী ম্যানেজার (অপারেশন) অনিমেশ ভৌমিক প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে হাইকমিশনারসহ অন্যান্য অতিথিরা ডিঙ্গি নৌকা যোগে লৌহজং নদী পার হয়ে রণদা প্রসাদ সাহার বাড়ির পূজামন্ডপ পরিদর্শন করেন এবং পূজার অনুষ্ঠান উপভোগ করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads