• রবিবার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪২৯
এক ঘণ্টার শিক্ষা কর্মকর্তা স্কুলছাত্রী মনি রানী কর

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

এক ঘণ্টার শিক্ষা কর্মকর্তা স্কুলছাত্রী মনি রানী কর

  • কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ অক্টোবর ২০২১

কমলগঞ্জে এক ঘণ্টার জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দায়িত্বে ছিল ১০ম শ্রেণির স্কুলছাত্রী মনি রানী কর। বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে আজ রোববার সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এক ঘণ্টার জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন নাহার পারভীন কমলগঞ্জ উপজেলার ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্সের সাধারণ সদস্য স্কুলছাত্রী মনি রানী করের কাছে প্রতীকী দায়িত্ব হস্তান্তর করেন।

অনুষ্ঠানের শুরুতেই কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক কর্মকর্তা সামছুন নাহার পারভীন ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন মনি রানী করকে। এরপর কমলগঞ্জ উপজেলা এনসিটিএফ-এর পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এনসিটিএফ-এর সভাপতি  সুবর্ণা রানী কর ও তার দল। পরের ধাপে মনি রানী করকে কীভাবে ওই পদের বিভিন্ন দায়িত্ব পালন করতে হয় সেই বিষয়ে পরামর্শ দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন নাহার পারভীন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলার এনসিটিএফ কমিটির সভাপতি সুবর্ণা রানী কর, সহসভাপতি প্রাণেশ কর, সাধারণ সম্পাদক প্রমি রানী কর, যুগ্ম সাধারণ সম্পাদক সৃজন কর, চাইল্ড পার্লামেন্ট মেম্বার (মেয়ে) সুমি রানী কর, শিশু সাংবাদিক (ছেলে) বিপুল কর, উপজেলা স্বেচ্ছাসেবক জয়ন্ত কর।

প্রতি বছর অনুষ্ঠিত হওয়া এই কার্যক্রমটি সারা বিশ্বে ‘গার্লস টেকওভার’

নামে পরিচিত। এতে প্রাধন পৃষ্ঠপোষকতার দায়িত্বে রয়েছে ‘প্ল্যান ইন্টারনাশনাল’। এ ছাড়া স্থানীয় পর্যায়ে বাস্তবায়ন করেছে রিলায়েন্ট উইমেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন-আরডব্লিউডিও। এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য মেয়েদের সমাজের উচ্চপদস্থ বিভিন্ন পদের দায়িত্ব প্রদানের মাধ্যমে তাদের অবস্থান নেতৃত্ব, সিদ্ধান্ত ও সাফল্য তুলে ধরতে পারে, সেই আত্মবিশ্বাস তৈরির সুযোগ করে দেওয়া।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads