• রবিবার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪২৯
স্বামী কারাগারে, রাতে বসত ঘর লুট করে গৃহবধুর শ্লীলতাহানী

প্রতীকী ছবি

সারা দেশ

স্বামী কারাগারে, রাতে বসত ঘর লুট করে গৃহবধুর শ্লীলতাহানী

  • গৌরনদী প্রতিনিধি
  • প্রকাশিত ১৮ অক্টোবর ২০২১

স্বামী কারাগারে থাকার সুযোগে রাতের আধারে বসতঘরে ঢুকে লুটপাট করে গৃহবধুর শ্লীলতাহানীর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের পর পুলিশ সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার কমলাপুর গ্রামের।

শ্লীলতাহানীর শিকার ওই গৃহবধু (৩২) অভিযোগ করে বলেন, গত বুধবার বরিশালে আদালতে একটি মামলায় হাজিরা দিতে গেলে তার স্বামীকে কারাগারে পাঠানো হয়। বৃহস্পতিবার দিবাগত রাতে সে (গৃহবধু) সন্তানদের নিয়ে ঘুমিয়ে পরেন। রাতের আধারে একই গ্রামের আজিবুর খান, দেলোয়ার হোসেন, ফিরোজ সরদার, মিঠু খান ও শাওন খান ধারালো অস্ত্র নিয়ে টিনের বেড়া ভেঙ্গে তার (গৃহবধু) বসতঘরে প্রবেশ করে। তারা অস্ত্রের মুখে জিম্মি করে গৃহবধূর ঘরে থাকা স্বামীর মাহেন্দ্রা বিক্রির দেড় লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করে নেয়। এসময় সে (গৃহবধু) ডাকচিৎকার শুরু করলে অভিযুক্তরা গৃহবধুর মুখ চেপে শ্লীলতাহানি ঘটিয়ে পালিয়ে যায়।

লিখিত অভিযোগের তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার এসআই হারুন-অর রশিদ বলেন, পুরো বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads