• সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪২৯
সাফারি পার্কে ফের পুরুষ জেব্রা শাবকের জন্ম

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

সাফারি পার্কে ফের পুরুষ জেব্রা শাবকের জন্ম

  • শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ১৮ অক্টোবর ২০২১

গাজীপুরের শ্রীপুরে বঙ্গন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ফের একটি পুরুষ জেব্রা শাবকের জন্ম হয়েছে। আজ সোমবার সকালের দিকে কোর সাফারি আফ্রিকান সাফারিতে মায়ের সঙ্গে ঘুরতে দেখা যায় শাবকটিকে। রাতের কোনো এক সময় শাবকটির জন্ম হতে পারে বলে পার্ক কর্তৃপক্ষ নিশ্চিতি করেন। এ নিয়ে পার্কে জেব্রা পালে সদস্য হলো ৩১টি। এতে নারী জেব্রা ১৬টি আর শাবকসহ পুরুষ সদস্য জেব্রা হলো ১৫টি। এ নিয়ে পার্কে ভিন্ন আনন্দ বিরাজ করছে।

পার্ক কতৃর্পক্ষ জানান, সাফারি পার্কের আফ্রিকান সাফারি বেষ্টনীতে উন্মুক্ত বসবাস করে জেব্রাসহ অন্যান্য বিদেশি প্রাণি। পার্কের কোর সাফারির একটি অংশে আফ্রিকান সাফারি জোন রয়েছে। এখানে হরিণ, জিরাফ, অরিক্স, গ্যাজেল, ওয়াইল্ডবিস্ট, কমন ইল্যান্ড একত্রে উন্মুক্ত পরিবেশে বিচরণ করে। পার্কের নিজস্ব নিয়মে এদের প্রতিদিন খাবার দেওয়া হয়। পার্কে মোট জ্রেব্রা পালে সদস্য হলো ৩১টি। এর আগেও করোনাকালে বেশ কটি শাবকের জন্ম হয় পার্কের আফ্রিকান সাফারিতে।

সাফারি পার্কের ওয়াইল্ড লাইফ সুপারভাইজার সরোয়ার হোসেন খান জানান, মা জেব্রা একটি শাবকের জন্ম দিয়ে থাকে। জেব্রা ১২ থেকে ১৩ মাস গর্ভকালীন সময় পার করে বাচ্চা জন্মদেয় । এদের গড় আয়ু বিশ বছর। সাধারনত পুরুষ জেব্রা চার বছরে প্রাপ্ত বয়স্ক হয় অন্যদিকে নারী জেব্রা তিন বছরে প্রাপ্ত বয়স্ক হয়ে থাকে। তিনি বলেন জন্ম নেওয়া শাবকের লিঙ্গ নির্ণয় করা হয়েছে। এটি একটি পুরুষ শাবক। মা জেব্রা ও জ্রেব্রা শাবকটি সুস্থ্য রয়েছে। সময় করে করে শাবক মায়ের দুধ পান করছে। পালের সঙ্গেই বলের ভিতরে ঘুরাফেরা করছে শাবকটি। পালের অন্য জেব্রা সদস্যরা শাবকের নিরাপত্তা নিশ্চিতে একত্রে থাকে বলেও এ কর্মকর্তা জানান।

অপর ওয়াইল্ড লাইফ সুপারভাইজার আনিসুর রহমান জানান, জেব্রারা দলবেঁধে বসবাস করে। এরা দলবদ্ধ গোত্রের তৃণভোজী প্রাণী। ওদের দলে কোনো শাবকের জন্ম হলে অন্য সদস্যরা আলাদা নজর রাখে শাবকের ওপর। সবাই মিলে শাবকের নিরাপত্বা নিশ্চিত করে। আফ্রিকান সাবানা অঞ্চলে এদের অবাদ বিচরণ। যেখানে গাঢ সবুজ ঘাস রয়েছে মাঠের পরে মাঠ । মাঝে মাঝে থাকে উঁচু গাছপালা। আফ্রিকা থেকেই সাফারি পার্কে আনা হয়েছে জেব্রাগুলো। উপযুক্ত পরিবেশ পেয়ে জেব্রাসহ অন্যান্য প্রাণীরা নিয়মিত বাচ্ছার জন্ম দিচ্ছে এ সাফারি পার্কে।

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসিএফ) মো. তবিবুর রহমান জানান, পার্কের জেব্রা পালে নতুন এক পুরুষ শাবকের জন্ম হয়েছে। সকালে কাজে গেলে আমাদের নজরে আসে জেব্রাপালে একটি শাবকের জন্ম হওয়া। শাবকটি মায়ের দুধ পান করছে সময় সময় নিজের মতো করে। পালের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে শাবকটি। সুস্থ্য সবল রয়েছে মা জেব্রা ও শাবকটি। তিনি বলেন আরো বেশ কিছু প্রাণী গর্ভবতী রয়েছে। এ মৌসুমে পার্কে বেড়াতে আসা দর্শনাথীর্দের ব্যতিক্রমি আনন্দ দিবে বেশ কিছু প্রাণীর জন্ম দেওয়া শাবকগুলো ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads