• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯

সারা দেশ

ত্রিশালে ৩শ কেজি নিষিদ্ধ পিরানহা জব্দ

  • ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
  • প্রকাশিত ১৯ অক্টোবর ২০২১

ময়মনসিংহের ত্রিশালে মাছের আড়তে অভিযান চালিয়ে ৩শ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর।

আজ মঙ্গলবার সকালে ত্রিশাল মাছের আড়তে অভিযানের পরিচালনার সময় আড়তের পিছনের অংশে পরিত্যাক্ত অবস্থায় ৩শ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ রাখা থাকে। সেখান থেকে জব্দ করা হয় এ নিষিদ্ধ মাছ।

সিনিয়র মৎস্য কর্মকর্তা তোফায়েল আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চালিয়ে জব্দকৃত পিরানহা মাছ উপজেলা পরিষদ নিয়ে আসে। পরে জব্দকৃত মাছ ধলা আশ্রম কেন্দ্র ও বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়। বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অধিদপ্তরের সম্প্রসারণ কর্মকর্তা শাহরিয়ার রহমান বিল্লালসহ অন্যান্য কর্মকর্তাগণ।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তোফায়েল আহমেদ বলেন, নিয়মিত অভিযানের প্রেক্ষিতে সকাল ৯টার সময় ত্রিশাল মাছের আড়তে অফিযান পরিচালনা করে ৩শ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়। এ সময় মাছ চাষীকে সনাক্ত করা যায়নি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads