• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯

সারা দেশ

ইলিশ শিকারের দায়ে ৮২ জনের কারাদণ্ড, কারেন্ট জাল ও মা ইলিশ জব্দ

  • সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২২ অক্টোবর ২০২১

নিষেধাজ্ঞা অমান্য করে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদী থেকে মা ইলিশ শিকারের দায়ে গত ২০ দিনে ৮২ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। এছাড়া ১ লক্ষ ৬২ হাজার মিটার কারেন্ট জাল ও ১১২ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।

আজ শুক্রবার সকালে উপজেলা মৎস্য অফিসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। 

বৃহস্পতিবার দিনভর চৌহালী উপজেলার ৭টি ইউনিয়নের যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে মা ইলিশ রক্ষায় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের উপসচিব আবদুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় জেলা মৎস্য কর্মকর্তা সাহেদ আলী, উপজেলার মৎস্য ভারপ্রাপ্ত মনোয়ার হোসেন ও ক্ষেত্রসহকারী শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। এদিকে গত ১৪ অক্টোবর ‘যমুনায় মা ইলিশ শিকার’ শিরোনামে গণমাধ্যমে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর নড়েচড়ে বসে মা ইলিশ রক্ষায় গঠিত ট্রাস্কফোর্স কমিটি সহ সংশ্লিষ্টরা। বিশেষ করে চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আনিছুর রহমানের নেতৃতে যমুনা নদীর প্রায় ২৯ কিলোমিটার এলাকার বিভিন্ন পয়েন্টে ইঞ্জিন চালিত নৌকা ও স্পিডবোট নিয়ে গত ২০ দিন ধরে অভিযান পরিচালানা অব্যাহত রয়েছে। 

চৌহালী উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, ইলিশের উৎপাদন বাড়াতে প্রজনন মওসুম গত ৪ অক্টোবর থেকে ইলিশ শিকারে সরকারী নিষেধাজ্ঞা জারি করা হয়। চৌহালী উপজেলার উত্তরে সদিয়া চাঁদপুর ইউনিয়নের বোয়ালকান্দি ও দক্ষিণে বাঘুটিয়া ইউনিয়নের পাথরাইল পর্যন্ত প্রায় ২৯ কিলোমিটার এলাকায় ডিমওয়ালা মা ইলিশ শিকারে এক শ্রেনীর অসাধু জেলেরা তৎপর হয়। তবে এ বছর প্রশাসন সহ সংশ্লিষ্ট দপ্তরের অভিযান অব্যাহত রয়েছে। এতে গত ২০ দিনে ২৪ জনকে ১৫ দিন, ৩২ জনকে ১০দিন ও ২৬ জনকে ৭দিন করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। এসময় প্রায় ১৭ লক্ষ টাকা মুল্যের ১ লক্ষ ৬২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়। এছাড়া জব্দকৃত ১১২ কেজি মা ইলিশ বিভিন্ন এতিম খানা ও দুস্থদের মধে বিতরণ করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads