• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

সারা দেশ

র‌্যাবের অভিযান, ১৬ দালাল শ্রীঘরে

  • মানিকগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২৪ অক্টোবর ২০২১

মানিকগঞ্জে র‌্যাব ৪ অভিযান চালিয়ে আঞ্চলিক পাসপোর্ট অফিস ও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে ১৪ জন দালালকে আটক করেছে।

আজ রবিবার (২৪ অক্টোবর) সকাল ৯ টা থেকে দুপুর দুইটা পর্যন্ত মানিকগঞ্জ পাসপোর্ট অফিস ও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে দালালদের দৌরাত্ম্যে প্রতিরোধে অভিযান চালানো হয়েছে।

জনগণকে বিভ্রান্ত করে প্রতারণা করায় ১৪ পুরুষ ও দুই মহিলা দালালকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ্ মোঃ জুবায়ের। আটকৃতরা হলেন, রাশেদুল, রায়হান, মোঃ আরিফ, শাওন, মেহেদী হাসান সুজন, রাসেল মিয়া, শাহজাহান, জবেদা, রাশেদা, সম্রাট, ইলিয়াস, আইনাল, নাসির, নরেশ চন্দ্র শীল, রায়হান উদ্দিন, মনির হোসেন।

র‌্যাব ৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আরিফ জানান, মানিকগঞ্জ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ জুবায়ের হোসেনের সহযোগিতায় মানিকগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস ও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পৃথক দুটি অভিযান চালিয়ে দালাল চক্রের ১৬ সদস্যকে গ্রেফতার করে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

অভিযানে সহযোগিতা করেন, আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক নাহিদ নেওয়াজ ও ২৫০ শয্যা হাসপাতালের তত্বাবধায়ক আরশ্বাদ উল্লাহ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads