• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯

সারা দেশ

ফকিরহাটে করোনা ভাইরাস রোধে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
  • প্রকাশিত ২৪ অক্টোবর ২০২১

বাগেরহাটের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য কর্মীদের করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশিক্ষণ কেন্দ্রে রোববার (২৪অক্টোবর) সকাল ১০ টায় প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অসীম কুমার সমাদ্দার।

বর্তমান পরিস্থিতিতে সংক্রমণ প্রতরোধে আইসিডিডিআর-বি ও এফসিডিও এর সহযোগিতায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রস্তাবিত নিয়ম মেনে করোনা ভাইরাস সংক্রমণ সীমিত করা, সংক্রমণ উৎস নিয়ন্ত্রণ, প্রশাসনিক, পরিবেশগত ও প্রকৌশলগত নিয়ন্ত্রণে কারিগরি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৯৫ জন স্বাস্থ্যকর্মী ৩টি ব্যাচে অংশগ্রহণ করেন। আইসিডিডিআর-বি এর বিশেষজ্ঞ প্রশিক্ষক ডা. রাকিবুল হাসান প্রশিক্ষণ প্রদান করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কনিষ্ঠ পরামর্শক ডা. মনোজ কুমার মালাকার, মেডিকেল অফিসার ডা. শিশির বসু ও আইপিসির ফোকাল পারসন মো. সাইদুর রহমান প্রমূখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads