• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
আইনমন্ত্রীর বাবার মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

আইনমন্ত্রীর বাবার মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার

  • আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • প্রকাশিত ২৭ অক্টোবর ২০২১

মহান স্বাধীনতা যুদ্ধের বিশিষ্ট সংগঠক ও উপমহাদেশের প্রখ্যাত আইনজীবি ও রাজনীতিবিদ বাংলাদেশ আওয়ামিলীগ সাবেক প্রেসিডিয়াম সদস্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্বস্থ ও ঘনিষ্ঠ সহচর, অন্যতম সংবিধান প্রণেতা, বঙ্গবন্ধু হত্যা মামলা ও জেল হত্যা মামলার রাষ্ট্রপক্ষের প্রধান কৌশলী, সাবেক সংসদ সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া (৪) কসবা আখাউড়ার সংসদ সদস্য আইনমন্ত্রী এড. আনিসুল হকের পিতা মরহুম এডভোকেট সিরাজুল হক বাচ্চু মিয়ার বৃহস্পতিবার ১৯তম মৃত্যুবার্ষিকী । এ উপলক্ষে আখাউড়া উপজেলা যুবলীগের উদ্যোগে কোরআন খানি, আলোচনা সভা ও দোয়া মাহফিলসহ নানা কর্মসুচীর মধ্যদিয়ে এ দিবসটি পালন করা হবে।

উপজেলা যুবলীগের আহবায়ক ও আখাউড়া পৌরসভা মেয়র তাকজিল খলিফা কাজল বলেন, ব্রাহ্মণবাড়িয়া (৪) কসবা আখাউড়ার সংসদ সদস্য ও আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হকের পিতা মরহুম এডভোকেট সিরাজুল হক বাচ্চু মিয়ার মৃত্যু বার্ষিকী উপলক্ষে নানা কর্মসুচীর মধ্যদিয়ে আখাউড়ায় এ দিবসটি পালন করা হবে। সকাল ৭টায় উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় পতাকা , দলীয় পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, কোরআন খানি, আলোচনা সভা ও দোয়া মাহফিল, তাবারক বিতরণসহ নানা কর্মসুচীর মধ্যদিয়ে এ দিবসটি পালন করা হবে।

ওইসব অনুষ্ঠানে আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বত:স্ফুর্ত ভাবে অংশ নেবেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads