• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯

সারা দেশ

তালতলীতে নিখোঁজ বুদাই রাখাইনের লাশ উদ্ধার

  • তালতলী (বরগুনা) প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ অক্টোবর ২০২১

বরগুনার তালতলীতে মাছ ধরতে নিখোঁজ হওয়া বুদাই রাখাইন (৪৬) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেন স্থানীয়রা। এর আগে গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে তিনি নিখোঁজ হয়। 

আজ শুক্রবার (২৯ অক্টোবর) সকাল ৭ টা৩০ মিনিটে দিকে উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়নের নামিশে পাড়া এলাকার একটি খালে লাশটি উদ্ধার করা হয়। তিনি উপজেলার একই এলাকার নোচামং রাখাইনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়,গতকাল বৃহস্পতিবার বিকাল আনুমানিক ৫টার দিকে বাড়ির পাশের খালে মাছ ধরতে যায় বুদাই রাখাইন(৪৬)। তিনি মাছ ধরে আর বাড়িতে ফেরেনি। পরে বিভিন্ন স্থানে খোঁজখবর নেওয়া হলে কোথাও পাওয়া যায়নি । শুক্রবার সকাল ৭ টার দিকে স্থানীয় ১০-১২ জন মিলে ঔ খালে বুদাই রাখাইনকে খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় ঘন্টাখানেক পরে পানির নিচে তাকে মৃত্যু অবস্থায় পাওয়া যায়। পরে লাশটি উদ্ধার করে পুলিশে খবর দেন স্থানীয় লোকজন। 

রাখাইন সমাজ উন্নয়ণ সংস্থারর সাধারন সম্পাদক মংচিন থান জানান, গতকাল বৃহস্পতিবার বিকাল আনুমানিক ৫টার দিকে বাড়ির পাশের খালে জাল নিয়ে মাছ ধরতে যায় ।মাছ ধরে না ফেরায় অনেক খোঁজাখুঁজির পর শুক্রবার সকাল ৭ টা৩০ মিনিটে দিকে পাশ্ববর্তী খালে স্থানীয় কয়েকজন খোঁজাখুঁজি করে জালের সাথে পেচানো অবস্থায় পাওয়া গেছে। তবে সে আগে থেকেই অসুস্থ ছিলো। 

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুজ্জামান মিয়া বলেন, ছয় সাত মাস আগে স্টক করেছিলো, পেরালাইসড ছিলো লাঠি নিয়ে হাটাচলা করতো। সাইন জাল পাতার জন্য খালে গিয়ছিলো সেখানে সম্ভাবত স্টক করেছিলো সকাল বেলা স্থানীয় কয়েকজন খালে নেমে খোজাখুজির পর
পেয়েছে। সুরতহাল করেছি পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads