• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪২৯
দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়ক চার লেনে উন্নীত হচ্ছে

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়ক চার লেনে উন্নীত হচ্ছে

  • দিনাজপুর প্রতিনিধি
  • প্রকাশিত ০৫ নভেম্বর ২০২১

দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক বলেছেন, দেশের চলমান উন্নয়নের ধারাবাহিকতায় এই জেলার যোগাযোগ ব্যবস্থার সুগম ঘটাতে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়ক চার লেনে উন্নত করতে সড়ক জনপথ অধিদপ্তর চলতি বছর ৬শ কোটি টাকা বরাদ্দ প্রদান করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলার উন্নয়নবিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য প্রকাশ করেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রত্যেকটি স্তরে জনসাধারণের উন্নত জীবন যাপনের পরিকল্পনা যোগাযোগ ব্যবস্থায় যে পরিকল্পনা গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের ১০৭ কি.মি রাস্তা বর্তমানে ৩২ ফিট প্রস্থ যুগোপযোগী ও টেকসই পদ্ধতির রাস্তা নির্মাণকাজ চলমান রয়েছে। নির্মাণকাজটি আটটি প্যাকেজে পাঁচজন ঠিকাদার গত দুই বছরে নির্মাণকাজের ৮০ ভাগ কাজ শেষ করেছে। এর মধ্যে রাস্তাটি প্রশস্ত করে উভয় পাশে পাঁচটি করে ১০টি রাস্তা বৃদ্ধি করে রাস্তার প্রশস্ত ৪২ ফিট উন্নত করতে সড়ক জনপদ অধিদপ্তর চলতি অর্থ বছর ৬০০ কোটি টাকা বরাদ্দ প্রদান করেছে। রাস্তাটি সরকারের পরিকল্পনা অনুযায়ী নির্মাণকাজ সম্পন্ন হলে এই রাস্তা দিয়ে ভারী যানবাহন চলাচল করতে আর কোনো সমস্যা হবে না। সড়ক দুর্ঘটনা রোধ করা সম্ভব হবে।

এ বিষয় দিনাজপুর সড়ক জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা বলেন, বর্তমানে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কে ১০৭ কিমি রাস্তা আটটি প্যাকেজে পাঁচজন ঠিকাদারের নিয়োগের মাধ্যমে নির্মাণ কাজ চলমান রয়েছে। করোনা মহামারির কারণে নির্মাণকাজ গত জুন মাসে শেষ হওয়ার কথা থাকলেও আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। ইতোমধ্যে সড়ক নির্মাণের কাজ ৮০ ভাগ সম্পন্ন করা হয়েছে। ১০৭ কিমি সড়ক প্রশস্ত ৩২ কি.মি করা হয়েছে। রাস্তায় পানি নিষ্কাশনের জন্য ১০৪টি ব্রিজ কাম কালভার্ট নির্মাণ করা হয়েছে। এ ছাড়া এই রাস্তার পাশে যেখানে হাট বাজার রয়েছে, সেখানে আরসিসি ঢালাই দিয়ে রাস্তা মজবুত করা হয়েছে। যাতে রাস্তায় পানি না জমে থাকে।

সূত্রমতে, সড়ক জনপথ অধিদপ্তর এই রাস্তা চার লেন করার জন্য উভয় পাশে পাঁচ ফিট করে ১০ ফিট রাস্তা প্রশস্ত এবং উভয় পাশে ফুটপাত নির্মাণের জন্য ৬০০ কোটি টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে। সড়ক জনপথ অধিদপ্তরের নির্দেশ পেলে দরপত্র আহ্বানের মাধ্যমে ঠিকাদার নিয়োগ করে চলতি অর্থবছরেই রাস্তা চার লেনে উন্নত করার কাজ শুরু করার পরিকল্পনা চলমান রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads