• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯

গুলিবিদ্ধ গার্মেন্টস কর্মকর্তা রিয়াজকে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে

সারা দেশ

শ্রীপুরে ব্যস্ততম এলাকায় গার্মেন্টস কমকর্তাকে গুলি

  • শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ০৭ নভেম্বর ২০২১

গাজীপুরের শ্রীপুরে এক গার্মেন্টস কর্মকর্তাকে গুলি করেছে অজ্ঞাত একদল দুর্বৃত্ত। তবে স্থানীয়দের ধারনা ছিনতাইয়ের কবলে পরেছিল এ কর্মকর্তা। দুর্বৃত্তদের ছোড়া গুলি পেটে বিদ্ধ হয়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা চলছে ওই কর্মর্কতার।

শনিবার রাত এগারটার একটু পর পৌরসভার মাওনা-শ্রীপুরের প্রধান আঞ্চলিক সড়কের ব্যস্ততম বকুলতলা এলাকায় এ গুলির ঘটনাটি ঘটেছে। মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা ওই কর্মকর্তাকে প্রথমে মাওনার একটি বেসরকারি হাসপাতাল নেন। পরে অবস্থার অবনতি হলে স্বজনরা দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান গুলিবিদ্ধকে।

গুলিবিদ্ধ গামেন্টস র্কমকর্তার নাম নিয়াজ মোহাম্মদ রিয়াজ (৪৫)। তিনি ওই এলাকার এমএইচসি অ্যাপারেলস লিমিটেড কারখানার (জেনারেল ম্যানাজার) ব্যবস্থাপক হিসাবে কর্মরত আছেন। তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শিকারপুর গ্রামে।

স্থানীদের কাছ থেকে জানা গেছে, কারখানা থেকে রাত পৌনে ১১টার দিকে বাসায় ফিরছিলেন মোহাম্মদ রিয়াজ। পরে আগে থেকেই পথে ওঁৎ পেতে থাকা অজ্ঞাত দুর্বৃত্তরা তাঁর ওপর গুলি ছোড়ে। পরে স্থানীয়রা টের পেয়ে গুরুতর রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে পাশের মাওনা আলহেরা হাসপাতালে নিয়ে যায়। এ সময় গুলিবিদ্ধ পেট থেকে রক্তক্ষরণ হচ্ছিল। পরে অবস্থার অবনতি দেখে গুলিবিদ্ধ মোহাম্মদ রিয়োজকে দ্রুত রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তারা আরো জানান, এমন ব্যস্ততম এলাকায় এমন গুলির ঘটনায় মানুষের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়েছে। তবে এটি শুধু গুলির ঘটনা না ছিনতায়ের বিষয় এটি নিয়েও তাদের রয়েছে প্রশ্ন। দ্রুত সময়ের মধ্যে পুলিশ আসল ঘটনা বের করবে বলে আশা করেন তারা।

মাওনা আলহেরা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ইমরান কবির জানান, গুলিবিদ্ধ নিয়াজ মোহাম্মদ রিয়াজের অবস্থায় আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপালে রেফার করা হয়েছে।

শ্রীপুর মডেল থানার ওসি (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূইয়া রাতেই জানান, গুলিবিদ্ধ রিয়াজকে নিয়ে হাসপাতালে রয়েছি আমি ও ওসি স্যার। খবর পেয়ে দ্রুত হাসপাতালে চলে আসি। তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গুলির বিষয়ে আরো জানতে চাইলে পরে বিস্তারিত জানাবেন বলে এ পুলিশ কর্মকর্তা জানান।

দুপুরে শ্রীপুর মডেল থানার ওসি খোন্দকার ইমাম হোসেন জানান, এখনো পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ এখনো দেয়নি। আমরা কাজ করছি বিষয়টি উৎঘাটনের জন্য। রোগীর সুস্থতা জরুরি।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads