• রবিবার, ৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪২৯

সারা দেশ

আখাউড়ায় জেলেদের মাঝে সেলাই মেশিন বিতরণ

  • আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • প্রকাশিত ০৮ নভেম্বর ২০২১

বিকল্প আয় বর্ধক হিসাবে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৬০ জন জেলের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহত্তর কুমিল্লা জেলার মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় নিবন্ধিত ৬০জন জেলের মাঝে ওইসব সেলাই মেশিন বিতরণ করা হয়। উপজেলা মৎস্য অফিস এ আয়োজন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাছরিন সফিক আলিয়া।

উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. রেজাউল করিম মানিকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা জ্যোতি কণা দাস, কৃষি কর্মকর্তা শাহানা বেগম, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মোসলেহ উদ্দিন আহম্মদ প্রমূখ।

মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. রেজাউল করিম মানিক বলেন, বর্তমান সরকার মৎস্যজীবীদের উন্নয়নে নানামুখী উদ্যোগ নিয়েছেন। এরই অংশ হিসাবে তাদের আয় বৃদ্ধির লক্ষে বৃহত্তর কুমিল্লা জেলার মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার ৬০ জন জেলেরদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার বলেন, বর্তমান সরকার মৎস্যজীবীদের উন্নয়নে সব সময় তৎপর রয়েছে। বিকল্প আয় বর্ধক হিসাবে তাদের সার্বিক উন্নয়নে জেলেদের যেসব সেলাই মেশিন দেওয়া হয়েছে তারা যেন সঠিক ব্যবহার করে সেজন্য তিনি সকলের প্রতি আহবান জানান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads