• রবিবার, ৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪২৯

সারা দেশ

কলাপাড়া পৌরসভার পরিসেবা এবং বিতরণ ব্যবস্থা বিষয়ক প্রশিক্ষণ

  • কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত ০৮ নভেম্বর ২০২১

পটুয়াখালী কলাপাড়া পৌরসভার পরিসেবা এবং বিতরণ ব্যবস্থা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকালে প্রাক্টিক্যাল এ্যাকশন এর আয়োজনে কলাপাড়া পৌরসভার হল রুমে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কলাপাড়া পৌরসভার প্যানেল মেয়র মো.হুমায়ুন কবির'র সভাপতিত্বে প্রশিক্ষণ কার্মশালা পরিচালনা করেন, প্রাক্টিক্যাল এ্যাকশন'র পৌরসভার সমন্বয়কারি কর্মকর্তা প্রদীপ চন্দ্র কর্মকার।

এসময় উপস্থিত ছিলেন, পিডিবিএফ প্রতিনিধি উপজেলা পরিষদ সুমন চন্দ্র শীল, এস এ ই, ডিপিএইচ ই কলাপাড়া প্রতিনিধি মো. জিহাদ হোসেন, উত্তরণ'র প্রতিনিধি মো. হাসিব উজ জামান, কলাপাড়া পৌরসভার সচিব মো.হুমায়ুন কবির, কলাপাড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী দ্রুবলাল দত্ত বনিক, কলাপাড়া পৌরসভার কাউন্সিলর, পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীগন।

কলাপাড়া পৌরসভায় নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সিমাভীর আর্থীক সহযোগিতায় ওয়াই ওয়াশ এসডিজি এক্সটেন প্রোগ্রাম ইন বাংলাদেশ এর আওতায় প্রাকটিক্যাল এ্যাকশন বাংলাদেশ, উত্তরন এবং হোপ ফর দি পুওরেস্ট (এইচপি-আশা) যৌথ সহযোগিতায় “পানি স্যানিটেশন এবং হাইজিন বিষয়ক টেকশই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন কার্যক্রম”শীর্ষক প্রকল্প বাস্তবায়ন করছে।

প্রকল্পের মাধ্যমে নারী,শিশু, কিশোর-কিশোরী ও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্টির অংশগ্রহন, চাহিদা সৃষ্টি ও সেবা প্রদান, সংশ্লিষ্ট সরকারী ও বেসরকারী খাতকে সম্পৃক্ত করার মাধ্যমে টেকসই ও সবার জন্য পানি স্যানিটেশন ও হাইজিন সেবার মান নিশ্চিত করনে কাজ করছে। প্রশিক্ষণ কর্মশালায় কলাপাড়া পৌরসভার ইতিহাস, পৌরসভা আইন বিধি ও পানির নীতিমালা,দরিদ্রপন্থী কৌশল, পানি সরবরাহ এবং  স্যানিটেশন জন্য  জাতীয় কৌশল বিষয়ে আলোচনা করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads