• রবিবার, ৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪২৯
শ্রীপুরে ৪০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

শ্রীপুরে ৪০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ

  • শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ০৮ নভেম্বর ২০২১

গাজীপুরের শ্রীপুরে নিষিদ্ধ ও জলাশয়ের জন্য মারাক্তক হুমকি পিরানহা মাছ জব্দ করা হয়েছে। আজ সোমবার সকালে পৌরসভার গড়গড়িয়া মাস্টার বাড়ি বাজারে এ অভিযান চালায় উপজেলার মৎস্য অফিসের দায়িত্বরত কর্মকর্তারা। তবে এ সময় অবৈধ নিষিদ্ধ মাছের কোনো বিক্রেতাকে পাওয়া যায়নি। পরে জব্দকৃত মাছগুলো স্থানীয় একটি এতিমখানায় দেওয়া হয়। অভিযানে সহযোগীতা করে মাওনা হাইওয়ে থানা পুলিশ।

অভিযানের নেতৃত্ব দেন শ্রীপুর উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল্লাহ। এ সময় আরো ছিলেন সহকারী মৎস কর্মকর্তা মো. বদিউজ্জামান,ক্ষেত্রসহকারী মোজাম্মেল হোসেন ও আশরাফ উদ্দীন।

শ্রীপুর উপজেলা সহকারী মৎস কর্মকর্তা মো.বদিউজ্জামান জানান, আমরা নিয়মিত পৌর শহরসহ প্রত্যন্ত্য গ্রামের হাটবাজারগুলো মনিটরিং করে থাকি। আজ সকালে গোপন সংবাদে জানতে পারি পৌর শহরের ব্যস্ততম গড়গড়িয়া মাস্টার বাড়ি বাজারে নিষিদ্ধ ও আমাদের প্রাকৃতিক জলাশয়ের জন্য মারাক্তক হুমকি পিরানহা মাছ বিক্রি হচ্ছে।

পরে সেখানে অভিযান চালিয়ে একটি দোকান থেকে ৪০ কেজি নিষিদ্ধ পিরনাহা মাছ জব্দ করা হয়। তবে এ সময় মাছ বিক্রেতা কাউকে পাওয়া যায়নি। জব্দকৃত পিরানহা মাছগুলো স্থানীয় জামিয়া মোহাম্মদীয়া সুলতানিয়া নামের একটি এতিমখানায় শিশু শিক্ষার্থীদের খাওয়ার জন্য দিয়ে দেওয়া হয়। তিনি জানান এমন অভিযান নিয়মিত চলবে। এ অভিযানের নেতৃত্ব ছিলেন উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল্লাহ ও সহযোগীতা করেন মাওনা হাইওয়ে থানা পুলিশ।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads