• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জৈষ্ঠ ১৪২৯
মাঝ নদীতে পণ্যবাহী বাল্কহেডে আগুন

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

মাঝ নদীতে পণ্যবাহী বাল্কহেডে আগুন

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১৩ নভেম্বর ২০২১

চাঁদপুরে মেঘনার মাঝ নদীতে এমভি ফারুক নামে পণ্যবোঝাই একটি বাল্কহেডে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার দুপুর ১২টার দিকে মেঘনা নদীর সবুজ বয়া এলাকায় এ আগুন লাগার ঘটনা ঘটে।

এ সময় বাল্কহেডের স্টাফরা জাতীয় জরুরি ৯৯৯ নম্বরে কল দিলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের সদস্যরা। পরে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন তারা।

ক্ষতিগ্রস্ত বাল্কহেডের মাস্টার মো. সোহাগ জানান, বরিশাল থেকে বিভিন্ন পণ্যের কাগজের তৈরি কার্টন নিয়ে এমভি ফারুক নামে বাল্কহেডটি মুন্সিগঞ্জ যাচ্ছিল। এরইমধ্যে এটি চাঁদপুরের মেঘনা নদীর সবুজ বয়া এলাকা অতিক্রম করার সময় কার্টনে আগুন লেগে যায়। এসময় কোনো উপায়ন্তর না পেয়ে তিনি ৯৯৯ নম্বরে কল দেন। খবর পেয়ে।ই চাঁদপুর থেকে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপন জাহাজ ও কোস্টগার্ডের কয়েকটি স্পিডবোট ঘটনাস্থলে পৌঁছে যায়। পরে তাদের উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

চাঁদপুর ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্দিকুর রহমান জানান, আগুন লাগার ঘটনায় বাল্কহেডে রক্ষিত প্রচুর পরিমাণ কার্টন পুড়ে গেলেও বাল্কহেডের ইঞ্জিনের কোনো ক্ষতি হয়নি। তাছাড়া স্টাফরাও অক্ষত ছিলেন। এসময় ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড যৌথভাবে কাজ করে মাত্র এক ঘণ্টার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads