• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯
দেশে ১০ জনে একজন ডায়াবেটিস আক্রান্ত

প্রতীকী ছবি

সারা দেশ

দেশে ১০ জনে একজন ডায়াবেটিস আক্রান্ত

  • মো. শাহাদৎ হোসেন শাহ, দিনাজপুর
  • প্রকাশিত ১৫ নভেম্বর ২০২১

‘ডায়াবেটিস সেবা নিতে আর দেরি নয়’-প্রতিপাদ্যকে সামনে গতকাল রোববার সকালে ডায়াবেটিক অ্যাসোসিয়েশন দিনাজপুরের আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে নিরব ঘাতকব্যাধি ডায়াবেটিস প্রতিরোধ সম্পর্কে দেশ এবং বিদেশ ও স্থানীয় মানুষের সমস্যা/সম্ভাবনা তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন ডায়াবেটিক অ্যাসোসিয়েশন দিনাজপুরের সাধারণ সম্পাদক শফিকুল হক ছুটু।

লিখিত বক্তব্যে তিনি বলেন, সারা বিশ্বে প্রতি সাত সেকেন্ডে ডায়াবেটিস আক্রান্ত হচ্ছেন একজন মানুষ। আর্ন্তজাতিক পরিসংখ্যান অনুযায়ী, ২০১৯ সালে সারাবিশ্বে প্রতি ১১ জনে (প্রাপ্ত বয়স্ক) একজন ডায়াবেটিস আক্রান্ত হয়েছে, যার পরিমাণ ছিলো ৪২৫ মিলিয়ন, যা ২০৪৫ সালে ৪৮ শতাংশ বেড়ে ৬২৯ মিলিয়ন হবে বলে শংকা প্রকাশ করা হচ্ছে। পৃথিবীর মোট ডায়বেটিস রোগির ৮৭ শতাংমই উন্নয়নশীর ও অনুন্নত দেশগুলোতে বসবাস করে। এই হিসেবেই দেখা যায় এক মিলিয়নের বেশি শিশু ও কিশোর টাইপ-১ ডায়াবেটিসে ভুগছে। এখানো সারা দুনিয়ায় প্রায় ২১ কোটি রয়েছেন অনির্ণীত অবস্থায়। তিনি আরো বলেছেন, সারা বিশ্বের মত বাংলাদেশেও ডায়াবেটিস রোগি বাড়ছে। ডায়াবেটিস রোগে বিশ্বের তালিকায় বাংলাদেশ ১০তম অবস্থানে রয়েছে, আমাদের দেশে মোট ডায়াবেটিস আক্রান্ত মানুষের সংখ্যা এক কোটি ১০ লাখ। বয়স অনুপাতে ১৮-৩৪ বছরের মধ্যে আক্রান্ত সংখ্যা ২৬ লাখ এবং ৩৫ বছরের উর্ধে রোগির এমন সংখ্যা ৮৪ লাখ। এমন অবস্থায় ২০৪৫ সালে আমাদের দেশে ডায়াবেটিস আক্রান্ত রোগির সংক্যা দাঁড়াবে দেড় কোটি। এক জরিপে পাওয়া গেছে প্রতি ১০ জনে একজন ডায়াবেটিস আক্রান্ত। দেশের প্রায় ৬০ শতাংশ নারী ও পুরুষ জানেই না তারা ডায়াবেটিস রোগে আক্রান্ত।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল লতিফ, যুগ্ম সম্পাদক সুজাউর রব চৌধুরী, সদস্য মকসেদ আলী মঙ্গোলিয়া, ফরিদুল ইসলাম, আবু বকর সিদ্দিক, আজীবন সদস্য হাফিজুল কাদের লাবু ও সিনিয়র কনসালটেন্ট ডা. ফয়সাল হাবীব।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads