• শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪২৮

সারা দেশ

ইউপি নির্বাচন

আখাউড়ায় নৌকা প্রতীক বরাদ্দ হচ্ছে না!

  • আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ নভেম্বর ২০২১

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা বরাদ্দ না হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এ অবস্থায় দলীয় প্রার্থীদেরকে কমিশন নির্ধারিত অন্য প্রতীকে নির্বাচন করতে হবে। আগামী ২০ ডিসেম্বর শনিবার এ বিষয়ে নির্দেশনা দিবেন ও বিস্তারিত বলবেন স্থানীয় সংসদ সদস্য আইনমন্ত্রী আনিসুল হক।

খোঁজ নিয়ে ও স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগামী ২৩ ডিসেম্বর আখাউড়া উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের নির্বাচন। নির্দেশনা অনুযায়ি মঙ্গলবার আওয়ামী লীগের দলীয় ফরম সংগ্রহ করার শেষ দিন। তবে প্রতীক বরাদ্দ দেওয়া না দেওয়া বিষয়ে এখন পর্যন্ত চুড়ান্ত সিদ্ধান্ত না আসায় কেউ দলের ফরম সংগ্রহ করেননি। ফলে বিষয়টি দলীয় প্রতীক বরাদ্দ না হওয়ার দিকেই এগুচ্ছে বলে মনে করা হচ্ছে।

নেতা-কর্মীরা জানান, আখাউড়াতে একটি অংশগ্রহনমূলক নির্বাচন করার লক্ষ্যে দলের নীতি নির্ধারকরা চাইছেন আওয়ামী লীগের প্রতীক ছাড়াই ভোট। এছাড়া নির্বাচনকে কেন্দ্র করে দলের মধ্যে বিভেদ যেন না হয় কিংবা মনোনয়ন পরবর্তী বিদ্রোহী প্রার্থীর মতো কোনো বিষয় যেন না থাকে সে বিষয়টি এড়াতে ইতিমধ্যেই দলের শীর্ষ মহলে আলোচনা হয়েছে। বিএনপি মাঠে না থাকায় প্রতীক বরাদ্দ না করার বিষয়টি আরো সহজ হয়ে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের একাধিক নেতা ও সম্ভাব্য প্রার্থী জানান, মাঠ পর্যায়ে প্রকৃতভাবে যারা জনপ্রিয় তারা চাইছেন প্রতীক ছাড়াই নির্বাচন হোক। আর যাদের জনপ্রিয়তার ভীত শক্ত নয় তারা যেকোনো ভাবে নৌকা প্রতীক বাগিয়ে আনার জন্য উঠেপড়ে লেগেছেন। তারা মনে করেন নৌকা পেলে জয়লাভ শতভাগ নিশ্চিত। তবে সাধারন মানুষ মনে করছেন প্রতীক ছাড়া নির্বাচন হলে ভোটের প্রতিও মানুষের আস্থা বেড়ে যাবে। আইনমন্ত্রীর নেতৃত্বে ঐক্যবদ্ধ আখাউড়াতে আওয়ামী লীগের অবস্থান ভালো বলে নির্বাচনে দলের প্রার্থীদের জয়ের সম্ভাবনাই বেশি।
আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মো. জয়নাল আবেদীন বলেন, ‘দলীয় মনোনয়ন ফরম বিতরণের সকল প্রস্তুতি রয়েছে। কিন্তু ফরম দেওয়া বিষয়ে কোনো সিদ্ধান পাইনি। সেই হিসেবে যদি ফরম না দেওয়া যায় তাহলে দলীয় প্রতীক ছাড়াই প্রার্থীদেরকে নির্বাচন করার সম্ভাবনা আছে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আগামী ২০ নভেম্বর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় এ বিষয়ে বিস্তারিত বলবেন ও নির্দেশনা দিবেন আইনমন্ত্রী। প্রতীক বরাদ্দ দেওয়া হবে কি-না সে বিষয়ে ওই সময় পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে।’

জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আল-মামুন সরকার বলেন, ‘দলীয় ফরম নেওয়ার সময় মঙ্গলবার শেষ হচ্ছে। তবে মন্ত্রী মহোদয় যদি কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলেন তাহলে হয়তো সময় বৃদ্ধি করতে পারবেন। তবে আখাউড়ায় প্রতীক বরাদ্দ হবে কি-না সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো নির্দেশনা পাওয়া যায়নি।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads