• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯

সারা দেশ

মির্জাপুরে হেরোইন বিক্রিকালে নারীসহ গ্রেপ্তার ৩

  • মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ১৮ নভেম্বর ২০২১

টাঙ্গাইলের মির্জাপুরে হেরোইন বিক্রয়কালে এক নারীসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার সন্ধ্যায় উপজেলার গোড়াই ইউনিয়নের কদিম দেওহাটা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

মির্জাপুর থানার উপ-পরিদর্শক আরিফ তালুকদার জানান, মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের তথ্যমতে কদিম দেওহাটা এলাকায় পৌছে দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. আইয়ুব খানের সহযোগিতায় তিনজনকে গ্রেপ্তার করি। এসময় ঐ স্থান থেকে অপর ২-৩ জন পালিয়ে যেতে সক্ষম হয়। পরে তাদের দেহ তল্লাশি করে প্রত্যেকের কাছ থেকে মোট একশ সত্তর পুড়িয়া হেরোইন জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১ লাখ ৭০ হাজার টাকা।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার গোড়াই জয়েরপাড়া গ্রামের মৃত দরবেশ মোল্লার ছেলে আশরাফুল মোল্লা (৪২), রশিদ দেওহাটা গ্রামের শাহজাহান আলীর ছেলে মাহবুব রহমান (২৯) ও কদিম দেওহাটা গ্রামের আয়নাল মিয়ার স্ত্রী লিপি আক্তার (৩৮)। তারা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত বলে জানায় পুলিশ। তাদের প্রত্যেকের বিরুদ্ধে অন্যান্য থানায় একাধিক মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত লিপি আক্তারের স্বামী মাদক মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে জেল হাজতে আছেন।

মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) গিয়াস উদ্দিন সাংবাদিকদের জানান, সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর ১০ দিনের রিমান্ড আবেদন চেয়ে বৃহস্পতিবার দুপুরে তাদের টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads