• মঙ্গলবার, ৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪২৯
বিএনপি সমর্থিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০ প্রার্থী বিজয়ী

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

মেহেরপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচন

বিএনপি সমর্থিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০ প্রার্থী বিজয়ী

  • মেহেরপুর প্রতিনিধি
  • প্রকাশিত ২৬ নভেম্বর ২০২১

মেহেরপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি মারুফ আহম্মদ বিজন ও সাধারণ সম্পাদক এ কে এম জিল্লুর রহমানসহ ১৫টি পদের বিপরীতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ১০ প্রার্থী বিজয়ী হয়েছে।

নির্বাচন কমিশনার অ্যাডভোকেট বিমল বাবু নির্বাচনের ফলাফল ঘোষনা করেন। সহ-সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম ও গোলাম মোস্তফা, যুগ্ম-সম্পাদক আব্দুল্লাহ আলমামুন (রাসেল), ও রফিকুল ইসলাম-২, কোষাধ্যক্ষ আরিফুজ্জামান, পাঠাগার ও সাংস্কৃতিক সম্পাদক পদে, এহান উদ্দিন মনা, সদস্য পদে রোকেয়া খাতুন, রুতশোভা মন্ডল, শফিউল আযম খান(বকুল), সেলিম রেজা গাজী, ফয়সাল নাসরুল্লাহ(কনক), বুলবুলি খাতুন, সাইদুর রহমান (রিপন), বিজয়ী হয়েছেন।

এর আগে, শুক্রবার সকাল সাড়ে ৯ টায় এক ঘণ্টা  জুম্মার নামাজের বিরতি দিয়ে বিকাল ৩টা পর্যন্ত মেহেরপুর জেলা আইনজীবী সমিতির নিজস্ব ভবনে ভোট গ্রহণ চলে। এদিকে  প্রতিবারের মত এবারও আওয়ামীলীগ সমর্থিত বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ ও বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এই দুটি প্যানেলে নির্বাচনে অংশ নেয়। ১৩০ জন ভোটারের মধ্যে ১১১ জন আইনজীবী তাদের ভোট প্রয়োগ করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads