• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯
ধনবাড়ীতে কৃষি প্রণোদনার বীজ পেল ৬৩০০ কৃষক

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

ধনবাড়ীতে কৃষি প্রণোদনার বীজ পেল ৬৩০০ কৃষক

  • ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ২৮ নভেম্বর ২০২১

ধান চাষের ফলন বাড়াতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগের প্রণোদনা আওতায় টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের বীজ বিতরণ করা হয়েছে। রোববার সকালে উপজেলা চত্বরে উপজেলার ৬ হাজার ৩ শত কৃষকরে মাঝে এ বীজ বিতরণের কার্যক্রম উদ্বোধন করা হয়।

ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশীদ হীরা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাজেদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম রাশেদুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, মো. ফরিদ আহমেদ প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে রবি ২০২১/২২ অর্থ বছরের প্রণোদনার কর্মসূচীর আওতায় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে জনপ্রতি ১০ কেজি করে এ বীজ বিতরণ করা হচ্ছে। এতে কৃষকরা বেশি লাভবান হবে । চলতি আমন মৌসুমে বিভিন্ন উচ্চ ফলনশীল জাতের ধান চাষে এবার বাম্পার ফলন হয়েছে। আশা করছি, বোরো আবাদেও কৃষকরা লাভবান হতে পারবে। আবাদের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে সাড়ে ১০ হাজার হেক্টর জমি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads