• মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জৈষ্ঠ ১৪২৮

সারা দেশ

আত্রাইয়ে লিফলেটসহ সর্বহারা সদস্য আটক

  • আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
  • প্রকাশিত ২৮ নভেম্বর ২০২১

নওগাঁর আত্রাইয়ে ৩৪ টি লিফলেট, ডাইরি, মোবাইল ফোন, বাইসাইকেলসহ এক সর্বহারা সদস্যকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত হলো নওগাঁ সদর থানাধীন উলিপুর গ্রামের মৃত মেহের আলীর ছেলে ইমদাদুল হক জনি(৫০)।

রোববার তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা রজু করে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে।

আত্রাই থানা অফিসার ইনচার্জ(ওসি) আবুল কালাম আজাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে আত্রাই রেল ব্রিজের নিচে মাসুদ রানার দোকান থেকে তাকে আটক করা হয়। জিজ্ঞাসা কালে ধৃত জনি জানায় সে বাগমারা পৌরসভার চেয়ারম্যান আলো খন্দকার, একই উপজেলার ঝিকরা ইউনিয়ন চেয়ারম্যান মরু হামিদ, ওই থানায় অস্ত্র মামলা এবং নওগাঁ জেলার মান্দা উপজেলার মুনছুর মৃধা হত্যা মামলায় ২০০৪ সালে আটক হয়ে ২০১৮ সাল পর্যন্ত কারাগারে ছিলো। হাজত থেকে বের হয়ে বিভিন্ন হত্যা-গুম, এর পরিকল্পনা, চাঁদাবাজিসহ পূর্ব বাংলার কমিউনিস্ট পাটি(এমএল) কে সক্রিয় করার কাজ করে আসছিলো।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads