• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯

সারা দেশ

টাঙ্গাইল-৭ উপনির্বাচন

আ.লীগের মনোনয়ন যুদ্ধে মা-ছেলে

  • মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ০২ ডিসেম্বর ২০২১

টাঙ্গাইল-৭ আসন থেকে এবার নৌকার মাঝি হতে চাইছেন মা ও ছেলে। মনোনয়নপত্র সংগ্রহের পর বুধবার স্বশরীরে ছেলে ও তার মার পক্ষে তার মামা রাজধানীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।

টাঙ্গাইল-৭ আসন থেকে টানা চারবারের এমপি প্রয়াত একাব্বর হোসেনের সহধর্মিণী ও মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য ঝর্ণা হোসেন উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। মনোনয়ন প্রক্রিয়ায় মায়ের প্রতিদ্বন্দ্বী হিসেবে মনোনয়ন সংগ্রহ ও জমা দিয়েছেন, ঝর্ণা হোসেনের ছেলে ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সহ-সম্পাদক তাহরীম হোসেন সীমান্ত।

এদিকে মা-ছেলেসহ আওয়ামী লীগ থেকে ৯ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ নিয়ে রাজনৈতিক মহলসহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। নৌকার অপর মনোনয়ন প্রত্যাশীরা হলেন, মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক তৌফিকুর রহমান তালুকদার রাজীব, সৈয়দ ওয়াহিদ ইকবাল, টাঙ্গাইল জেলা আ.লীগের কার্যকরী সদস্য খন্দকার এ. হাফিজ, কার্যকরী সদস্য খান আহমেদ শুভ, বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন ও সমবায় ফেডারেশনের চেয়ারম্যান খ. বিপ্লব মাহমুদ উজ্জ্বল, ইবিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাফিউর রহমান খান ইউসুফজাই (সানি)।

এ ব্যাপারে প্রয়াত এমপি একাব্বর হোসেনের ছেলে তাহরীম হোসেন সীমান্তর সাথে কথা হলে তিনি বলেন, আমার আব্বু এ উপজেলার প্রতিটি অঞ্চলে উন্নয়ন করে গেছেন, এজন্য এলাকার সাধারণ জনগণ আমাদের চায়, যে কারণে আমি এবং আমার আম্মু আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী। দেশরত্ম মাননীয় শেখ হাসিনা যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে আমি তাকে এ আসন উপহার দেবো এবং আমার আব্বু অনেক দিক-নির্দেশনা দিয়ে গেছেন সে অনুযায়ী আব্বুর রেখে যাওয়া অসমাপ্ত কাজ সমাপ্ত করবো ইনশাআল্লাহ। তবে, দল আমাকে মনোনয়ন না দিলেও যাকে দেবে আমি তার হয়েই কাজ করবো।

প্রসঙ্গত, এ আসনে আগামী ১৬ জানুয়ারি সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত শতভাগ ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads