• রবিবার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪২৯

সারা দেশ

তিন শিশু জন্ম দেয়া দরিদ্র পরিবারের পাশে দাঁড়ালেন ইউএনও

  • গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
  • প্রকাশিত ০৪ ডিসেম্বর ২০২১

রাজবাড়ীর গোয়ালন্দে দরিদ্র পরিবারের তিন ছেলে সন্তান জন্ম দেয়া অসহায় পরিবারের সহায়তায় পাশে দাড়িয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মো. আজিজুল হক খান মামুন। 

আজ শনিবার (৪ ডিসেম্বর) দুুপুরে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের শাহাদত মেম্বার পাড়ার ববিতা-কিরণ দম্পতির বাড়িতে গিয়ে ৩ মাসের শিশুর খাদ্য ও নগদ ৫ হাজার টাকা তুলে দেন ইউএনও।

এ সময় ইউএনও'র সাথে আরো উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবির হোসেন হৃদয়, পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহম্মেদ, সাধারণ সম্পাদক আকাশ সাহা প্রমূখ।

তিন সন্তান জন্ম দেয়া জননী ববিতা বলেন, গত মাসের ৪ তারিখে আল্লার আমার ঘরে ফুটফুটে তিনটি পূত্র সন্তান দিয়েছেন। এই তিনটি সন্তান লালন-পালন করতে গিয়ে ধারদেনা করে আমরা খুব বিপদের মধ্যে আছি। তিনটি সন্তানের জন্য প্রতিদিন একটি ল্যাকটোজেন ওয়ান ও মিসরি লাগে যার দাম প্রায় সাড়ে ৬শত টাকা। আমাদের ৭ বছরের আরো একটি পূত্র সন্তান আছে ও নিজেদের পেট রয়েছে। আমার স্বামী দিনমজুরের কাজ করে প্রতিদিন আয় করে ৪শ থেকে ৫শত টাকা। যার কারণে প্রতিদিনই কারো না করো কাছ থেকে ধারদেনা করে ওদের খাবার যোগাতে হয়। আমাদের এই অবস্থায় স্যার যে উপকার করলেন তা ভোলার না। 

গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আজিজুল হক খান মামুন বলেন, আজ এই শিশুদের জন্য সহায়তা করতে পেরে আমি অনেক আনন্দিত। আপাতত ব্যক্তিগত ভাবে বাচ্চাদের জন্য তিন মাসের শিশু খাদ্য ও কিছু নগদ অর্থের ব্যবস্থা করে দিয়েছি। আমি যতদিন এখানে থাকবো পর্যায়ক্রমে তাদের সহযোগিতা করে যাব। পরিবারটির জন্য মুজিব বর্ষ উপলক্ষে একটি সরকারি ঘরের ব্যবস্থা করা হবেও বলে জানান তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads