• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জৈষ্ঠ ১৪২৯

সারা দেশ

জাতিসংঘের স্বীকৃতি পেল কেরানীগঞ্জের হানাফিয়া দারোগা বাড়ি জামে মসজিদ

  • এরশাদ হোসেন, কেরানীগঞ্জ (ঢাকা)
  • প্রকাশিত ০৫ ডিসেম্বর ২০২১

ঢাকার কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী এক স্থাপনার নাম ‘দোলেশ্বর হানাফিয়া জামে মসজিদ’। প্রাচীন স্থাপত্যশৈলীর অপূর্ব নিদর্শন এবং শতাব্দীর পর শতাব্দী ধরে বহু ইতিহাস আর ঘটনার সাক্ষী এ মসজিদটি । দারোগা আমিনউদ্দীন আহম্মদ ১৮৬৮ সালে এর নির্মাণকাজ শুরু করেছিলেন বলে এটি ‘দারোগা মসজিদ’ নামেও এলাকায় পরিচিত। প্রায় দেড়শ বছরের পুরনো এ মসজিদটি এবার জাতিসংঘের শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সংস্থার (ইউনেস্কো) স্বীকৃতি পেয়েছে।

এশিয়া প্যাসিফিক অঞ্চল ফিজি থেকে শুরু করে কাজাখস্তান পর্যন্ত বিভিন্ন দেশের শ্রেষ্ঠ কাজগুলোকে প্রতিবছর স্বীকৃতি দেয় ইউনেস্কো। ২০২১ সালের ইউনেস্কো এশিয়া-প্যাসিফিক অ্যাওয়ার্ডস ফর কালচারাল হেরিটেজ কনজারভেশনে 'অ্যাওয়ার্ড অব মেরিট’ জিতে নেয় জামে মসজিদটি। সংস্থাটির এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অফিস থেকে গত ১ ডিসেম্বর অনলাইনে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। ইউনেস্কো জানিয়েছে, এ বছর ছয়টি দেশের নয়টি স্থাপনাকে এ স্বীকৃতি দেওয়া হয়েছে। বাংলাদেশ ছাড়াও ভারত, চীন, জাপান, মালয়েশিয়া ও থাইল্যান্ডের বিভিন্ন স্থাপনাও পেয়েছে ইউনেস্কোর স্বীকৃতি।

কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের দোলেশ্বর গ্রামে অবস্থিত দোলেশ্বর হানাফিয়া জামে মসজিদটি। তখনকার সময়ে জনসংখ্যার বিবেচনায় ছোট আকারেই এটির নির্মাণ করা হয়েছিল। এর পর মসজিদটি একাধিকবার সম্প্রসারণ করা হয়। তবে পুরনো হয়ে যাওয়ায় ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছিল পুরনো অবকাঠামো। কয়েক বছর আগে মসজিদটিকে সংস্কার করে পুরনো রূপ দেওয়ার উদ্যোগ নেন স্থানীয় সংসদ সদস্য ও বিদ্যুৎ জ্বালানী খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

ইউনেস্কো পুরস্কার জেতার বিষয়ে মসজিদটি সংস্কারের উদ্যোক্তা বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘কেরানীগঞ্জবাসীর জন্য এটি অবশ্যই আনন্দের। দেড়শ বছর আগে এ মসজিদটির সংস্কারকাজে আমাদের লক্ষ্য ছিল, পুরনোকে সঙ্গে নিয়ে নতুনের কথা বলা। আমরা মসজিদটির ঐতিহ্য রক্ষা করেই সংস্কার করেছি।’ তিনি বলেন, ‘দোলেশ্বর হানাফিয়া জামে মসজিদ স্থাপনের সঙ্গে মিশে আছে আমাদের পূর্বপুরুষদের ইতিহাস, ঐতিহ্য, আবেগ-অনুভূতি। আমরা কয়েক বছর আগে এর পাশে নতুন একটি মসজিদ নির্মাণ করেছি কিন্তু পুরাতনকে রেখে দিয়েছি ঐতিহ্যের স্মারক হিসেবেই।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads