• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯

নিহত হাবিবুল

সারা দেশ

শ্রীপুরে বাগান থেকে ওষুধ ব্যবসায়ির ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ০৫ ডিসেম্বর ২০২১

গাজীপুরের শ্রীপুরে বাড়ির অদূরে বাগানের একটি গাছ থেকে এক ওষুধ ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওষুধ ব্যবসায়ির নাম হাবিবুল বাসার প্রধান (৩০)। সে বেলদিয়া গ্রামের খাইরুল প্রধানের ছেলে। তিনি কাওরাইদ বাজারে ওষুধের ব্যবসা করতেন।

আজ রোববার সকালে কাওরাইদ ইউনিয়নের বেলদিয়া গ্রাম থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। শনিবার রাতে থেকে হাবিবুল বাড়ি না ফেরায় নিখোঁজ ছিল বলে স্বজনরা জানায়। পরে সকালেই বাড়ির কিছু দুরে গাছে ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক ধারণা এটি আত্মহত্যা হতে পারে।

নিহতের স্বজনরা জানান, হাবিবুল কাওরাইদ বাজারে ওষুধের ব্যবসা করতেন। প্রতিদিন রাতেই ব্যবসা শেষে বাড়ি ফিরে আসতেন। তারা আরো জানান, গত কিছু দিন ধরে স্বামী স্ত্রীর মাঝে পারিবারিক কলহ চলছিল। এর জের ধরে দুই সন্তান নিয়ে স্ত্রী বাপের বাড়ি চলে গেছেন। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হতো। কোনো একটি বিষয় নিয়ে পারিবারিক অশান্তি হচ্ছিল তাদের পরিবারে। প্রতিদিনের মতো শনিবার সকালে কাওরাইদ বাজারে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে যায় হাবিবুল। দিনভর দোকানদারিও করে সে। সব সময় দুপুরের খাবার খেতে বাড়ি আসলেও সে দিন আসেনি। পরে রাত সাড়ে ১১ টা বেজে গেলেও বাড়ি না ফেরায় তাকে বিভিন্ন স্থানে আত্মীয় স্বজনের বাড়ি অনেক খোঁজাখোঁজি করেও কোনো হদিস পাওয়া যায়নি।

আজ (শনিবার) সকালে বাড়ির কিছু দুরের একটি আকাশী বাগানে তার ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে।

শ্রীপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান জানান, খবর পেয়ে নিহতের মরদেহ বাগান থেকে উদ্ধার করা হয়েছে। তিনি বলেন প্রাথমিক ধারনা এটি আত্মহত্যা। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আরো অধিক তদন্ত করে বিস্তারিত বলা যাবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads