• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জৈষ্ঠ ১৪২৯

সারা দেশ

বড়লেখায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালন

  • বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ ডিসেম্বর ২০২১

সারাদেশের মতো মৌলভীবাজারের বড়লেখায় বিনম্র শ্রদ্ধার সাথে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। এ উপলক্ষে আলোচনা সভায় স্মরণ করা হয়েছে দেশের সূর্য সন্তান শহীদ বুদ্ধিজীবীগণকে। 

(১৪ ডিসেম্বর) মঙ্গলবার বিকেল ৩ টায় উপজেলা প্রশাসন আয়োজন করে আলোচনা সভার। উপজেলা হল রুমে আলোচনা সভায় বক্তারা বলেন, অনিবার্য হয়ে ওঠা বাংলাদেশের স্বাধীনতাকে দমন করতে না পেরে বিজয়ের প্রাক্কালে ঠান্ডা মাথায় তালিকা করে এদেশের বরেণ্য ব্যক্তিদের নির্মমভাবে হত্যা করে হানাদার বাহিনী। তাদের উদ্দেশ্য ছিলো, এদেশ যেন মেধাশূন্য হয়ে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়। কিন্তু তাদের এই আশা পূরর্ণ হয়নি। বাংলাদেশ আজ সফল রাষ্ট্রের তালিকায় আর অগ্রগতিতে এগিয়ে যাচ্ছে। 

সভায় উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপত্বিতে বক্তব্য রাখেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকতা হাওলাদার আজিজুল ইসলাম, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রতন দেবনাথ,উপজেলা প্রকৌশলী   প্রীতম সিকদার জয় ,সমাজ সেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকতা এ এস এম রাশেদুজ্জামান, মুক্তিযোদ্ধা সন্তান শিক্ষক মো. সাবলু মিয়া,উপজেলা মুক্তি যোদ্ধা সন্তান কমান্ড এর সভাপতি মো. শাহাজান। 

সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকতা ও মুক্তিযোদ্ধা সন্তানরা উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads