• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

লোহাজাছিয়া বাজারে এ পথসভায় এমন বক্তব্য দেন আ.লী নৌকার প্রার্থী

সারা দেশ

”স্বতন্ত্র প্রার্থীরা পোস্টার লাগানো ও নির্বাচনী সভা যেন না করতে পারে“

  • শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ২১ ডিসেম্বর ২০২১

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে ১৯ ডিসেম্বর রবিবার। এরই মধ্যে আ.লীগ ও স্বতন্ত্র প্রার্থীরা মার্কা পেয়ে পোস্টার লিফলেট বিতরণের মাধ্যমে ভোটারের দ্বারে দ্বারে যাওয়া শুরু করেছেন ভোট চাইতে। তবে জনসম্মুখে পথসভায় হুঙ্কার দিয়ে স্বতন্ত্র প্রার্থীর পোস্টার লাগানো, নির্বাচনী সভা করাসহ যাবতীয় নির্বাচনী কার্যক্রম প্রচারণা বন্ধ করে দিতে কর্মী সর্মথকদের বক্তব্যের মাধ্যমে নির্দেশ দেন এক নৌকার প্রার্থী। স্বতন্ত্র প্রার্থীকে ইউনয়নের ২৭টি গ্রামের কোথাও ঢুকতে দেওয়া হবেনা ও নির্বাচনের কোনো সুযোগ দেওয়া হবেনা বলেও এ প্রার্থী বক্তব্যে বলেন। কোথাও পোস্টার লাগানো হলে দ্রুত যেন তাকে জানানো হয় তিনি ব্যবস্থা নিবেন বলেও বক্তব্য দেন। কোথাও যেন পোস্টার লাগাতে না পারে সে দিকে খেয়াল রাখতেও নির্দেশ দেন কর্মীদের।

এমনি নির্বাচনী আচরণ বিধিলঙ্ঘনের একটি বক্তব্যের দেড় মিনিটের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমের ছড়িয়ে পড়েছে। নৌকার প্রার্থীর এমন পেশীশক্তির বক্তব্যে সাধারন মানুষ ক্ষোভ প্রকাশ করেন। স্বতন্ত্র প্রার্থীও কর্মী সমর্থক নিয়ে রয়েছেন চরম দুশ্চিন্তায়। এরই মধ্যে বেশ কিছু কর্মীদের মারধর করা হয়েছে বলেও অভিযোগ করেন স্বতন্ত্রপ্রার্থী। এমন ঘটনা ঘটেছে গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহল্লাদপুর ইউনিয়নে। এখানে আ.লীগ সমর্থীত নৌকার প্রার্থী নুরুল হক আকন্দ এমনি হুঙ্কার দিয়ে কর্মীদের সর্তক থাকতে নির্দেশ দিয়েছেন। কর্মী সমর্থকদের নিরাপত্তা চেয়ে মঙ্গলবার দুপুরে জেলা প্রসাশক ও পুলিশ সুপার বারাবর লিখিত অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সোমবার দুপুরে প্রহল্লাদপুর ইউনিয়নের লোহাজাছিয়া বাজারে এক পথ সভার আয়োজন করে আ.লীগ সমর্থীত নৌকার প্রার্থী নুরুল হক আকন্দের কর্মীরা। এ সময় হ্যান্ড মাইকে কর্মী সর্মথদের নিয়ে তাদের উদ্দেশ্যে বক্তব্য দেন তিনি।

তিনি হুঙ্কার দিয়ে বক্তব্যে বলেন, এ প্রহল্লাদপুর ইউনিয়নের ২৭ গ্রামের কোথাও স্বতন্ত্রপ্রার্থীর কোনো পোস্টার লাগানো দেওয়া যাবে না। নির্বাচনী কোনো কার্যক্রমের জন্য কোনো গ্রামেও ঢুকতে দেওয়া হবে না প্রচারনাও চালাতে দেওয়া হবেনা তাদের। তিনি বলেন যদি কোথাও স্বতন্ত্র প্রার্থীর পোস্টার লাগানো হয় তাহলে ছিঁড়ে ফেলতে হবে। যদি আপনারা না পারেন আমাকে বলবেন আমি ব্যবস্থা নিবো। তাদের কোনো নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবেনা বলেও তিনি বক্তব্যে একাধিকবার বলেন নেতা কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেন বলেও এলাকাবাসী জানান। 

লোহাগাছিয়া বাজারের একাধিক ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, এমন জনস্মুখে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য সাধারন ভোটাদের মাঝে নেতিবাচক প্রভাব ফেলবে। নির্বাচন অবাধ নিরেপক্ষ সুষ্ঠ হওয়া নিয়ে মানুষের মাঝে প্রশ্ন তৈরি হবে। এ ইউনিয়ইে সংসদ সদদ্যের বাড়ি। নিজস্ব গ্রাম এলাকায় নৌকার প্রার্থীর আইন লঙ্ঘনকরা এমন বক্তব্যে এমপিকেও মানুষের সামনে বেকয়দায় পড়তে হবে। এতে প্রশ্নবিদ্ধ হবেন এমপি। এতে নৌকার সাধারণ ভোটার ভোট দিতে আগ্রহ হারাবে। সাধারন মানুষ এমন অন্যায়ের প্রতিবাদ করতে গোপনে নিজেদের ভোট প্রয়োগ করে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিবে। সাধারন ভোটাররা এসব অন্যায় খুব নিখুঁদ ভাবে বিশ্লেষন করেন। এমন বক্তব্যে নৌকার ভোট কমবে নিশ্চিত।   

এ বিষয়ে আ.লীগ সমর্থীত নৌকার প্রার্থী নুরুল হক আকন্দের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, এটা আবেগের কারনে হয়ে গেছে। অসর্তকতায় মুখ ফসকে এমনি বলে ফেলেছি। আসলে এমনটি বলার কথা ছিলনা। ভুলবসত এটি হয়ে গেছে। আপনার অন্যভাবে নিয়েন না প্লিজ।   

স্বতন্ত্র প্রার্থী আবু সাঈদ আকন্দ জানান, ভাইরাল হওয়া বক্তব্যের চেয়ে অনেক বেশি চাপে রয়েছি। এরি মধ্যে আমার একাধিক নেতা কর্মীকে নৌকার প্রার্থীর লোকজন মারধর করেছে। হুমকি দিচ্ছে নির্বাচন কার্যক্রম বন্ধ রাখতে। আমাদের নিরীহ কর্মী সমর্থকরা চরম নিরাপত্তহীনতায় ভোগছে। আমাদের পোস্টার পথসভা না করার জন্যও নিষেধ করে দিয়েছেন নৌকার প্রার্থী।

তিনি বলেন, এ সব হুমকি অনিরাপত্তার কথা জানিয়ে জেলা প্রসাশক ও পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেছি। অবাধ নিরেপক্ষ সুষ্ঠ ভোটের পরিবেশ থাকলে নৌকার প্রার্থী আমার তিন ভাগের এক ভাগ ভোট পাবে। জামানতও হারাতে পারেন নৌকার প্রার্থী। এমন শঙ্কায় তিনি আইন লঙ্ঘন করে যা খুশি বলে নির্দেশ দিচ্ছেন কর্মী সমর্থকদের। 

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাচন কর্মকর্তা আল নোমান জানান, এমন একটি বক্তব্যের বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহন করেছি। আমরা ওই প্রার্থীকে কারন দর্শানো (শোকজ) নোটিশ দিয়েছি। তিনি বলেন, নির্বাচন বিধির ১৮ ধারা তিনি লঙ্ঘন করেছেন। উপযুক্ত জবাব না পেলে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads