• মঙ্গলবার, ৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪২৯
শ্রীমঙ্গলে কিশোরী সমাবেশ- ২০২১ অনুষ্ঠিত

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

শ্রীমঙ্গলে কিশোরী সমাবেশ- ২০২১ অনুষ্ঠিত

  • শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ ডিসেম্বর ২০২১

শ্রীমঙ্গলে সূচনা কিশোরী দলের সদস্যদের অংশগ্রহণে কিশোরী সমাবেশ-২০২১ অনুষ্ঠিত হয়েছে।

শ্রীমঙ্গল শহরের ভানুগাছ সড়কে অবস্থিত জেলা পরিষদ অডিটোরিয়ামে আজ বৃহস্পতিবার দিনব্যাপী সূচনা কিশোরী দলের আয়োজনে এ সমাবেশ হয়।

শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কিশোরী সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালি দত্ত, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শামীম অর রশীদ তালুকদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম  কুমার কর, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা কর্ণ চন্দ্র মল্লিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেদা আকতার প্রমুখ।

আরো উপস্হিত ছিলেন সুচনা প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর মোস্তফা হায়দার মিলন, নিউট্রিশন অফিসার তাহমিনা আক্তার সেতু, মনিটরিং অফিসার চৌধুরী আমির হামজা, গভর্ন্যান্স অফিসার রমানাথ রায়, ইউনিয়ন কো-অর্ডিনেটর শ্যামল কান্তি বৈদ্য ও ইউনিয়ন কো-অর্ডিনেটর মমতা দাশ প্রমুখ।

সমাবেশে কিশোরী দলের সদস্যা পুর্ণিমা সুত্রধরের সঞ্চালনায় নিজ জীবনের সফলতার গল্পের আলোকে বক্তব্য রাখেন কিশোরী দলের সদস্যা সিন্দুরখান ইউনিয়নের রেশমী আক্তার। 

এছাড়াও সমাবেশে কিশোরী দলের সদস্যরা বিতর্ক প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, দেশাত্ববোধক গান পরিবেশন করেন। অপরদিকে কিশোরী দল তিনটি পিঠার স্টলে বিভিন্ন ধরনের পিঠা প্রদর্শন ও বিক্রি করেন।

সবশেষে নাটক মঞ্চায়ন ও সিলেটের ঐতিহ্যবাহী ধামাইল নৃত্য পরিবেশনের মাধ্যমে কিশোরী সমাবেশের সমাপ্তি ঘটে।

ইউকে এইড ও ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে এবং আরডিআরএস, সেভ দ্যা চিলড্রেন, হেলেন কেলার ইন্টারন্যাশনাল, আইসিডিডিআরবি ও ওয়ার্ল্ডফিস-এর কারিগরি সহযোগীতায় সুচনা প্রকল্প অপুষ্টি প্রতিরোধে কাজ করছে। 

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads