• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
গোপালগঞ্জ সড়ক জোনে গণশুনানী অনুষ্ঠিত

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

গোপালগঞ্জ সড়ক জোনে গণশুনানী অনুষ্ঠিত

  • গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ ডিসেম্বর ২০২১

সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে গোপালগঞ্জ সড়ক জোনের প্রাতিষ্ঠানিক গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সড়ক ও জনপথ বিভাগ চত্বরে অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ সুরুজ মিয়ার সভাপতিত্বে এ গণশুনানী অনুষ্ঠিত হয়।

গণশুনানীতে গোপালগঞ্জ সড়ক জোনের বিভিন্ন সড়কের সমস্যার কথা তুলে ধরেন উপস্থিত বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। সাধারন মানুষের কথা মনোযোগের সাথে শুনে সমস্যা সমাধানে করণীয় শীর্ষক দিকনির্দেশনা দেন সড়ক জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও পাঁচ জেলার নির্বাহী প্রকৌশলীরা।

এ সময় ফরিদপুর সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আহসান উদ্দিন আহম্মেদ, মাদারীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম, গোপালগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ জাহিদ হোসেন, শরীয়তপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী রেদওয়ানুল ইসলাম, ফরিদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ফারহান ইমরান সুমেল, রাজবাড়ি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার শরীফ খান গোপালগঞ্জ বিআরটিএ এর সহকারি পরিচালক লাইলাতুল মাওয়া, বাস মালিক সমিতির সভাপতি মোঃ ইলিয়াস হোসেন, গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মোজাম্মেল হোসেন মুন্না, রিপোর্টার্স ফোরামের সভাপতি এস এম নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। শুনানী সঞ্চালনা করেন গোপালগঞ্জ সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী কুমারেশ বিশ্বাস।

গন-শুনানীতে গোপালগঞ্জ সড়ক জোনের আওতাধীন রাজবাড়ি, ফরিদপুর, শরিয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ বিভাগের বিভিন্ন পদমর্যাদার প্রকৌশলীগণ, বিভিন্ন জেলার গন্যমান্য ব্যক্তিবর্গ, বাস মালিক সমিতি, মোটর শ্রমিক সমিতি ও গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads