• বৃহস্পতিবার, ২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪২৯

সারা দেশ

মেহেরপুর সাংবাদিকদের ক্রিকেট টুর্ণামেন্ট

  • মেহেরপুর প্রতিনিধি
  • প্রকাশিত ২৫ ডিসেম্বর ২০২১

কাগজ, কলম কিংবা ক্যামেরা নয় ব্যাট বল হাতে মাঠে হাজির দক্ষিণ-পশ্চিম অঞ্চলের চার জেলার সাংবাদিকরা। নেচে গেয়ে মাতিয়ে রাখে পুরো মাঠ। সাংবাদিকদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সেতুবন্ধন তৈরির উদ্দেশ্যেই এ আয়োজন।

মেহেরপুর প্রেস ক্লাবের ৫০ বছর পূর্তি ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বঙ্গবন্ধু-টি-১০ মিডিয়া কাপ ক্রিকেট টুর্ণামেন্টের আয়োজন করেন মেহেরপুর প্রেসক্লাব।

গতকাল শুক্রবার দিনব্যাপি দক্ষিণ পশ্চিম অঞ্চলের চার জেলা মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও ঝিনাইদহ প্রেসক্লাবের সাংবাদিকরা ব্যাট বল হাতে নিয়ে এ খেলায় অংশগ্রহণ করেন।

চার ছক্কার সাথে সাথে মেতে উঠলেন সাংবাদিকরা। কখনও কখনও বাদ্য যন্ত্রের তালে তালে নৃত্য। সাথে ছিলো মাঠ ভর্তি দর্শক। মেহেরপুর প্রেস ক্লাব ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বঙ্গবন্ধু টি-১০ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টটি সকালে ভার্চুয়ালী উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। টুর্নামেন্টে ঝিনাইদহ প্রেসক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কুষ্টিয়া প্রেসক্লাব। টুর্ণামেন্টের স্পন্সর ছিল ওয়ালটন প্লাজা মেহেরপুর। এর আগে সকালে অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ^াস জাতীয় পতাকা উত্তোলন করেন এ সময় চার জেলার প্রেসক্লাবের সভাপতি গণ নিজ নিজ ক্লাবের পতাকা উত্তোলন করেন। এ সময় উপস্থিত ছিলেন পাবলিক প্রসিকিউটর পল্লব ভ্রট্টাচার্য, এ্যাড. ইব্রাহিম শাহিন ও শহীদ সরফরাজ হোসেন মৃদুল।

বিকালে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। মেহেরপুর ও চুয়াডাঙ্গার সহিত বিজয়ী ক্লাব কুষ্টিয়া ও ঝিনাইদহ প্রেসক্লাবের মধ্যে। এতে ঝিনাইদহ প্রেসক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কুষ্টিয়া প্রেসক্লাব। চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ গোলাম রসুল ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন। এসময় পৌর মেয়র তার অভিভূত ব্যক্ত করে বলেন, সাংবাদিকদের এমন একটি আয়োজন মেহেরপুর ক্রীড়াপ্রেমি সকল মানুষের মধ্যে আনন্দ জুগিয়েছে। আগামী বিজয় দিবসে খুলনা বিভাগের ১০ জেলার সাংবাদিকদের নিয়ে আয়োজন করা হবে এমন আর একটি টুর্নামেন্ট। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার ম্যানেজার দেওয়ান শাহ আলম, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন,সাধারণ সম্পাদক ফজলুল হক মন্টু, কুষ্টিয়া প্রেসক্লাবের সম্পাদক ডাবলু, ঝিনাইদাহ প্রেসক্লাবের সম্পাদক টিপু হোসেন ও টুর্নামেন্টের আহ্বায়ক রাশেদুজ্জামান সহ সাংবাদিক ও দর্শকেরা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads