• মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জৈষ্ঠ ১৪২৮

সারা দেশ

রাত পোহালেই আখাউড়ায় ভোট

  • আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • প্রকাশিত ২৫ ডিসেম্বর ২০২১

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় চতুর্থ ধাপে ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচন রাত পোহালেই অনুষ্ঠিত হবে। নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষে ইতিমধ্যে সংশ্লিষ্ট প্রশাসন সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন।

এদিকে শনিবার জেলা পুলিশের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। ব্রিফিং প্যারেড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন, জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান, আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার, সিনিয়র সহকারি পুলিশ সুপার (কসর্ব সার্কেল) নাহিদ হাসান, সহকারি পুলিশ সুপার (সরাইল সার্কেল) মোঃ আনিসুর রহমান, আখাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা সুফিয়া সুলতানা, আখাউড়া থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান।

এদিকে দুপুরে ভোট গ্রহনের জন্য কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। উপজেলা পরিষদ চত্বর থেকে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তাদের কাছে ভোটের সরঞ্জাম বুঝিয়ে দেওয়া হয়। এরপর তারা বিভিন্ন যানবাহনে মাধ্যমে ওইসব সরঞ্জামাদি কেন্দ্রে কেন্দ্রে নিয়ে যায়।

ওইসব সরঞ্জামাদির মধ্যে রয়েছে ব্যালট বাক্স, বিভিন্ন নির্বাচনী সরঞ্জাম যেমন সিল, ছবিসহ ভোটার তালিকা,অমোচনীয় কালির কলম,রাবারের অফিসিয়াল সীল, রাবারের মাকির্ংসীল, সীল গালা করার জন্য পিতলের সীল,(ব্রাসসীল) স্ট্যাম্প প্যাড, চটের ছোট থলি, বল পয়েন্ট কলম, সাদা কাগজ, কার্বন কাগজ, ছুরি, সুঁইসুতা, মোমবাতি, দিয়াশলাই, আলপিন, গামপট, সুপারগম, প্রবেশ বাহির, ভোট কক্ষ নং, প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার, পোলিং এজেন্ট ইত্যাদি লেখা রয়েছে।

আখাউড়া উত্তর, আখাউড়া সদর দক্ষিণ, মোগড়া, মনিয়ন্দ ও ধরখার এই ৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। রোববার সকাল ৮ থেকে বিকাল ৪ টা পযর্ন্ত চলবে ভোট গ্রহন। নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা সুফিয়া সুলতানা বলেন, এ উপজেলার ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়রম্যান পদে (স্বতন্ত্র) প্রতীক ৩০ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৪৮ জন এবং সাধারণ সদস্য পদে ১৬৯ জন সহ ২৪৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৫টি ইউনিয়নের মধ্যে মোট ভোট সংখ্যা হচ্ছে ৮৪ হাজার৪শত ৩৮টি। এর মধ্যে পুরুষ ৪২ হাজার ৯৮৩ জন ও ৪১ হাজার ৪৩৮ জন নারী ভোটার রয়েছে। তাছাড়া এ নির্বাচনে ৪৭ জন প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ২০৬ জন ও ৪১২ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন। সেইসাথে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ, র‌্যাব ও বিজিবি সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন বলে জানায়।

তিনি আরও বলেন ইতিমধ্যে নির্বাচনী সরঞ্জাম প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে দুপুর থেকে পাঠানো হয় । তবে নির্বাচনের দিন সকালে কেন্দ্রে কেন্দ্রে যাবে ব্যালট পেপার। তিনি আরও বলেন, অবাধ সুষ্ঠ শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহনের জন্য ইতিমধ্যে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। এখন শুধু ভোটের অপেক্ষা।

অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন বলেন, প্রতিটি কেন্দ্রে পুলিশ, আনসার এবং নির্বাচন গ্রহণকারী কর্মকর্তা মিলিয়ে ৪০ জনের বেশি দায়িত্ব পালন করবেন। এর বাইরে র‌্যাব, বিজিবি, পুলিশের স্ট্রাইকিং ফোর্স টহল দিবে। প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

একটি সুষ্ঠু স্বচ্ছ এবং সংঘাতপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে পর্যাপ্ত নিরাপত্তা বলয় থাকবে। কেন্দ্রের চারপাশে ৪’ শ গজ পর্যন্ত লাল নিসান দিয়ে চিহ্নিত করা হবে। ভোটার এবং নির্বাচন সংশ্লিষ্ট অনুমোদিত ব্যক্তি ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। আমরা খুব আত্মবিশ্বাসী। একটি অবাধ, সুষ্ঠু ও সংঘাতপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে পুলিশ শতভাগ স্বচ্ছ এবং নিরপেক্ষ। কাউকে কেয়ার করার কোন সুযোগ নাই। এসময় তিনি সকলকে সঠিক ভাবে দায়িত্ব পালনের আহবান জানান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads