• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯

সারা দেশ

সিরাজগঞ্জের ২১ ইউপিতে ভোট গ্রহণ শুরু

  • সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২৬ ডিসেম্বর ২০২১

আজ রবিবার চতুর্থ ধাপের নির্বাচনে সিরাজগঞ্জ জেলার ৩টি উপজেলার ২১টি ইউপিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত শুরু হয়েছে। সকাল ৮ টায় তিন উপজেলার ২১ টি ইউনিয়নের ২৫৪ টি ভোট কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলবে। নির্বাচন উপলক্ষে কেন্দ্রগুলোতে গতকালই পাঠানো হয়েছে সকল নির্বাচনী সরঞ্জাম।

জেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, রবিবার সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ৪টি, শাহজাদপুরে ১০টি এবং চৌহালী উপজেলার ৭টি মিলে মোট ২১টি ইউনিয়নে ভোট হবে। এসব ইউনিয়নের ২৫৪টি কেন্দ্রের নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ৪ হাজার ৬৭০ জন নির্বাচন কর্মকর্তা নিয়োগের পাশাপাশি নির্বাচনী আচরনবিধি ও আইনশৃঙ্খলা রক্ষায় ম্যাজিস্ট্রেটসহ র‌্যাব, পুলিশ, বিজিবি ও আনসার মোতায়েন করা হয়েছে।

এ তিনটি উপজেলার ২১টি ইউপির মোটার ভোটার সংখ্যা ৪ লাখ ৯৮ হাজার ২২০ জন। এদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ২ লাখ ৫৫ হাজার ৩২৯ জন এবং নারী ভোটার সংখ্যা ২ লাখ ৪২ হাজার ৮৯১ জন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads