• সোমবার, ৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪২৯
'একটি ঘটনা নিয়ে পুরো পর্যটন শিল্প নিয়ে প্রশ্ন তোলা ঠিক না'

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

'একটি ঘটনা নিয়ে পুরো পর্যটন শিল্প নিয়ে প্রশ্ন তোলা ঠিক না'

  • কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশিত ২৬ ডিসেম্বর ২০২১

কক্সবাজারে সম্প্রতি এক নারী ধর্ষণকে বিচ্ছিন্ন ঘটনা মন্তব্য করে ট্যুরিস্ট পুলিশের চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মোসলেম বলেছেন, একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে পুরো কক্সবাজারের পর্যটক শিল্প নিয়ে প্রশ্ন তোলা ঠিক না। অপরাধ সব জায়গায় সব দেশে হয় তাই বলে এটা নিয়ে একটি অঞ্চল বা এলাকার বিশেষ করে পর্যটন শিল্প নিয়ে নেতিবাচক মন্তব্য করা উচিত না।

ট্যুরিস্ট পুলিশের চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মোসলেম এই কথা বলেন।

আজ রোববার কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ অফিসে ধর্ষণ সংশ্লিষ্ট ঘটনায় ৩  আসামিকে আটক বিষয় নিয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এ সময় ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি বলেন, আমি দেখেছি বর্তমানেও কক্সবাজারে অসংখ্য পর্যটক রয়েছে,তারা রাতের বেলাও নিরাপদে ভ্রমণ করছেন। তারা কক্সবাজারের সৌন্দর্য উপভোগ করছেন, কোথাও কোন সমস্য নেই। আর অপরাধ সব জায়গায় সব দেশে কম বেশি থাকে। তাই বলে পর্যটন নিয়ে বিরূপ মন্তব্য করা ঠিক না।

এ সময় তিনি কক্সবাজারে ভ্রমন করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

এ সময় কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার জিল্লুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত ২২ ডিসেম্বর এক নারী ধর্ষণের শিকার হন। সেই ঘটনা নিয়ে কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে কক্সবাজারের পর্যটন শিল্প নিয়ে অনেকে বিরুপ মন্তব্য করে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads