• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
চাঁদপুরে চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা

সংগৃহীত ছবি

সারা দেশ

৪র্থ ধাপের ইউপি নির্বাচনে

চাঁদপুরে চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ২৭ ডিসেম্বর ২০২১

৪র্থ ধাপের ইউপি নির্বাচনে চাঁদপুরের হাজীগঞ্জে ১১টি ইউনিয়ন ও শাহরাস্তিতে ১০টি ইউপিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এতে ২১টি ইউনিয়নের মধ্যে ১১টি ইউনিয়নে নৌকা প্রতীক ও ১০টি স্বতন্ত্র প্রার্থীরা বিজয় হয়েছে।

হাজীগঞ্জ উপজেলার ১১ ইউনিয়নে নৌকা প্রতীক বিজয় হয়েছে ৬টিতে ও স্বতন্ত্র প্রার্থী বিজয় হয়েছে ৫টিতে। হাজীগঞ্জের ১১ জন বিজয় চেয়ারম্যান হলেন, ১নং রাজারগাঁও ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব আবদুল হাদী বিজয়ী।

২নং বাকিলা ইউনিয়নে স্বতন্ত্র (বিএনপি) প্রার্থী আনারস প্রতীকে মিজানুর রহমান বিজয়ী।

৩নং কালোচোঁ উত্তর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মানিক হোসেন প্রধানিয়া বিজয়ী।

৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নে (বিএনপি) স্বতন্ত্র প্রার্থী (ঘোড়া প্রতীক) বর্তমান চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন বিজয়ী।

৫নং সদর ইউনিয়নে স্বতন্ত্র (যুবলীগ) প্রার্থী আনারস প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে ইউসুফ প্রধানীয়া সুমন বিজয়ী।

৬নং পুর্ব বড়কুল ইউনিয়নে স্বতন্ত্র (যুবলীগ) প্রার্থী আনারস প্রতিকে মজিবুর রহমান বিজয়ী।

৭নং বড়কুল পশ্চিম ইউনিয়নে স্বতন্ত্র (বিএনপি) নুরুল আমিন হেলাল আনারস প্রতিকে বিজয়ী।

৮নং হাটিলা পূর্ব ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোস্তফা কামাল মজুমদার এমবিএ বিজয়ী।

৯নং গন্ধব্যপুর উত্তর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী কাজী নূরুর রহমান বেলাল।

১০নং গন্ধব্যপুর দক্ষিণ ইউনিয়নে আওয়া মীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী গিয়াস উদ্দিন বাচ্চু বিজয়ী।

১১নং হাটিলা পশ্চিম ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এ কে এম মজিবুর রহমান বিজয়ী।

শাহরাস্তির ১০ ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক বিজয় হয়েছে ৫টিতে ও স্বতন্ত্র বিজয় হয়েছে ৫টিতে। শাহরাস্তি ইউপি নির্বাচনে যারা বিজয় হলেন,

টামটা উত্তর ইউনিয়নে (স্বতন্ত্র) আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে বর্তমান চেয়ারম্যান ওমর ফারুক দর্জি, টামটা দক্ষিণ ইউনিয়নে (স্বতন্ত্র) চশমা প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে প্রার্থী বর্তমান চেয়ারম্যান জহিরুল ইসলাম মানিক, মেহের উত্তর ইউনিয়নে (স্বতন্ত্র) আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে মোঃ জহিরুল ইসলাম, মেহের দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে নৌকা প্রতীকের প্রার্থী মোঃ রুহুল আমিন, রায়শ্রী উত্তর ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে মোঃ মোশারফ হোসেন, রায়শ্রী দক্ষিণ ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে মো. আঃ রাজ্জাক, সূচিপাড়া উত্তর ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে মোস্তফা কামাল মজুমদার, সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নে নৌকা প্রতীক চেয়ারম্যান নির্বাচিত হয়েছে মাহতাব উদ্দিন আহমদ, চিতোষী পশ্চিম ইউনিয়নে (স্বতন্ত্র) আনারস প্রতীক চেয়ারম্যান নির্বাচিত হয়েছে জোবায়েদ কবির বাহাদুর, চিতোষী পূর্ব ইউনিয়নে (স্বতন্ত্র) আনারস প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হেয়ছে আলম বেলাল।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads