• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯

সংগৃহীত ছবি

সারা দেশ

চৌদ্দগ্রামে জাকের পার্টির এজেন্টকে কুপিয়ে জখম

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৮ ডিসেম্বর ২০২১

কুমিল্লার চৌদ্দগ্রামে জাকের পার্টির প্রার্থীর এজেন্ট মো. আবদুল হালিমকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এসময় পিটিয়ে আহত করা হয়েছে তার চার সঙ্গীকে।

উপজেলার মুন্সিরহাট ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পরদিন সোমবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ গ্রামে এ ঘটনা ঘটে।

হামলার ঘটনায় নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান আওয়ামী লীগের মাহফুজ আলমের কর্মী-সমর্থকের বিরুদ্ধে এ হামলার অভিযোগ করেছেন আহত আবদুল হালিম (৩৯)। এ ঘটনায় সন্ধ্যায় আটজনের নাম উল্লেখ করে চৌদ্দগ্রাম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

আহত আবদুল হালিম গণমাধ্যমকে বলেন, অভিযুক্তদের সঙ্গে আমাদের সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছে। এরই মধ্যে রোববার অনুষ্ঠিত ইউপি নির্বাচনে আমাদের কেন্দ্রে আমি জাকের পার্টির গোলাপ ফুল প্রতীকের প্রার্থী ও সাবেক চেয়ারম্যান শাহ আলম মোল্লার এজেন্ট ছিলাম। অভিযুক্তরা সবাই নৌকার প্রার্থী মাহফুজ আলমের কর্মী ও সমর্থক।

তিনি বলেন, সোমবার সকালে আমরা পাঁচজন গ্রামের সেলিম মিয়ার চায়ের দোকানে বসেছিলাম। এ সময় অভিযুক্তরা এসে 'আমি জাকের পার্টির এজেন্ট কেন হয়েছি', এই অজুহাতে আমার ওপর সন্ত্রাসী হামলা চালায়। একপর্যায়ে তারা আমার মাথায় ছেনি দিয়ে কোপ দেয়। এরপর আমি মাটিতে পড়ে গেলে তারা আমাকে এলোপাতাড়ি পেটাতে থাকে। আমার মাথায় লোহার রড দিয়ে আঘাত করে। বাঁ হাত দিয়ে রক্ষার চেষ্টা করলে হাত ভেঙে যায়। আমার জীবন বাঁচাতে এগিয়ে এলে তারা জালাল উদ্দিন (৩৭), মো. রফিকুল ইসলাম মোল্লা (৪৮), মো. মন্নান (৫৫) ও জহিরুল হক মোল্লাকে (৫৯) এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। এসব ঘটনা দেখে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ অন্যান্য লোকজন এগিয়ে এসে আমাদের উদ্ধার করে। পরে আমাকে ও জালাল উদ্দিনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অন্য তিনজন চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

এ ঘটনায় করা লিখিত অভিযোগে যাদের আসামি করা হয়েছে তারা হলেন বারাইশ গ্রামের বাসিন্দা জয়নাল আবেদীন, হুমায়ুন কবির ভূইয়া, রুহুল আমিন ভূইয়া, নোমান ভূইয়া, রানা আহম্মদ ভূইয়া, রূপম ভূইয়া, রাতুল ভূইয়া ও সাকিবুল ইসলাম ভূইয়া।

এসব অভিযোগ প্রসঙ্গে জানতে রাতে নৌকা প্রতীকের বিজয়ী চেয়ারম্যান মাহফুজ আলমের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads