• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
'রাজপথ দখল করে খালেদা জিয়াকে মুক্তি দিতে বাধ্য করা হবে'

সংগৃহীত ছবি

সারা দেশ

'রাজপথ দখল করে খালেদা জিয়াকে মুক্তি দিতে বাধ্য করা হবে'

  • লালমনিরহাট প্রতিনিধি
  • প্রকাশিত ২৮ ডিসেম্বর ২০২১

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, রাজপথ দখল করে বিএনপি চেয়ারপারপারসন খালেদা জিয়াকে মুক্তি দিতে সরকারকে বাধ্য করা হবে। কোনো আবেদন ও হমকিতে রাজপথ ছাড়া হবে না। 

মঙ্গলবার বিকালে লালমনিরহাট প্রেসক্লাবের সামনে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আয়োজিত জেলা বিএনপি'র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি  এসব কথা বলেছেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, জিয়াউর রহমান যখন যুদ্ধের মাঠে তখন বেগম খালেদা জিয়াকে পাকিস্তানীরা গ্রেপ্তার করে। মহান মুক্তিযুদ্ধে বেগম খালেদা জিয়ারও ভূমিকা রয়েছে। তিনি মুক্তিযোদ্ধাদের সংসগঠিত করেছেন। বেগম জিয়া একজন বীর মুক্তিযোদ্ধা। এটা বলতে আওয়ামী লীগের লজ্জ্বা হয়।

ইকবাল হাসান মাহমুদ টুকু আরো বলেন,  মুক্তিযুদ্ধের সময় তৎকালীন আওমীলীগের এম পি -মন্ত্রীরা ভারত পালিয়ে যায়। দেশ স্বাধীন হয়েছে জিয়াউর রহমানের হাত ধরে। সেই দিন বেশি দুরে নয় আমরা তারেক রহমানের হাত ধরে বেগম জিয়াকে মুক্তি করে নতুন বাংলাদেশ তৈরি করবো। শুধু মুরাদ হাসান নয়। মুরাদ হাসানের মত আ'লীগের প্রতিটি নেতার বিদায় হবে। 

সমাবেশে বিএনপি'র রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, বিএনপির নেতা কর্মীদের সমাবেশ যোগ দিতে পুলিশের পক্ষ থেকে পথে পথে নানাভাবে হয়রানি করা হয়। সমাবেশ শুরুর আগে জেলা শহরের বিভিন্ন পথে পুলিশ তল্লাশির নামে নেতাকর্মীদের বাধার সৃষ্টি করে। তবে এসব বাধা উপেক্ষা বিএনপি র নেতা কর্মী পায়ে হেটে সমাবেশে যোগদান করেন। এ সময় শহরের মিশন মোড়ে ছাত্রদলের মিছিলে লাঠিচার্জ করে বলেও তিনি অভিযোগ করেন।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, সৈয়দ জাহাঙ্গীর আলম, যুবদলের সহ সভাপতি এস এম জাহাঙ্গীর, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী, যুবদলের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি র সদস্য ব্যারিষ্টার হাসান রাজীব প্রধান, লালমনিরহাট জেলা বিএনপি র সহ সভাপতি রোকন উদ্দিন বাবুল, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা, উপজেলা পরিষদের সাবেক  চেয়ারম্যান বিএনপি নেতা মমিনুল হক ও হাতীবান্ধা উপজেলা বিএনপি র আহবায়ক মোশারফ হোসেন প্রমুখ। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads