• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪২৯
আখাউড়ায় নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

সংগৃহীত ছবি

সারা দেশ

আখাউড়ায় নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

  • আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • প্রকাশিত ০১ জানুয়ারি ২০২২

সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় উৎসব ছাড়াই আজ শনিবার প্রাথমিক, মাধ্যমিক, কারিগরি, এবতেদায়ী ও দাখিল শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে পাঠ্য বই তুলে দেওয়া হয়েছে। মহামারির কারণে গতবারের মতো এবাইও উৎসব ছাড়াই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। তবে বছরের প্রথম দিন শিক্ষার্থীরা রং বেরঙ্গের মলাটের নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে। একই সঙ্গে আনন্দে শামিল হয়েছেন অভিভাবক ও শিক্ষকরা।

সকাল ১১টায় পৌর শহরের দেবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হতে নতুন বই তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুর জাহান বেগম, সহকারী শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান, মো. আজিজুর রহমান, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর মো. বাবুল মিয়া, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হোসাইন মোহাম্মদ দেলোয়ার, প্রধান শিক্ষক ছিদ্দিকা খাতুন প্রমুখ।

পরে অতিথিরা পৌর শহরের খড়মপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরন করেন। এসময় ওই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। তাছাড়া পৌর শহরের তারাগন সরকারী প্রাথমিক বিদ্যালয়, নাছরিন নবী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়,রাধানগর সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ উপজেলার ৫৪ টি প্রাথমিক বিদ্যালয়, ১৮টি মাধ্যমিক বিদ্যালয়, ৭ টি মাদরাসাসহ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে উৎসব ছাড়াই বই বিতরণ করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ বছর আখাউড়া উপজেলায় প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে ২৮ হাজার ৩৫০ সেট বই বিতরণ করা হয়। এরমধ্যে প্রাক-প্রাথমিকে ৩৫০০সেট,প্রথম শ্রেণিতে ৫২৫০, ২য় শ্রেণিতে ৫১০০ ৩য় শ্রেণিতে ৪৯০০, ৪র্থ শ্রেণিতে ৪৯০০ও ৫ম শ্রেণিতে ৪৭০০ সেট বই রয়েছে।

দেবগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী নাজনিন আক্তার বলেন বছরের শুরুতেই নতুন বই পেয়ে তার কাছে খুবই আনন্দ লাগছে। নতুন বই নতুন করে রাখতে চাই বলে জানায়। ৫ম শ্রেণির ছাত্র মো. রুবেল মিয়া বলেন, নতুন বই পেয়ে সকালেই সে বিদ্যালয়ে উপস্থিত হয়েছেন। নতুন বই হাতে পেয়ে খুবই ভালো লাগছে বলে জানায়।

তারাগন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌসুমী আক্তার বলেন, বছরের প্রথম দিন শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দিতে পাড়ার মজাই রয়েছে আলাদা। বছরের প্রথম দিনে নতুন বইয়ের ব্যবস্থা করায় সরকারকে ধন্যবাদ জানায়।

খড়মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী মোছা. লিজা আক্তার বলেন বছরের শুরুতেই নতুন বই পেয়ে খুবই ভাল লাগছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার বলেন, শিক্ষাক্ষেত্রে বর্তমান সরকার গুরুত্ব দিয়ে নিরলসভাবে কাজ করছে। শিক্ষার্থীদেরকে উৎসাহিত করতে বছরের শুরুতেই তাদের হাতে নতুন বই তুলে দেওয়া সেই গুরুত্বেরই অংশ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads