• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯

সারা দেশ

উচ্ছেদ, লুটপাট ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • রাশিদুল ইসলাম, কুড়িগ্রাম
  • প্রকাশিত ০২ জানুয়ারি ২০২২

কুড়িগ্রামের ভেলাকোপায় সাইফুদ্দিন এ্যাপোলো কর্তৃক জমি দখল, লুটপাট, বসতবাড়ি উচ্ছেদ, সন্ত্রাসী কর্মকান্ড এবং হয়রানিমুলক মিথ্যা মামলার প্রতিবাদে আজ রোববার (২ জানুয়ারি) দুপুরে কলেজ রোডস্থ ইউনাইটেড প্রেসক্লাব হলরুমে সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগী অসহায় পরিবার।

অভিযোগ সূত্রে জানা যায়, কুড়িগ্রাম শহরতলির ভেলাকোপা আবাসিক এলাকায় বাণিজ্যিকভাবে ফ্লাওয়ার মিলের অবকাঠামো নির্মাণ করে সাইফুদ্দিন এ্যাপোলা নামের এক প্রভাবশালী ব্যবসায়ী। নির্মাণ কাজ করলেও ওই মিলে প্রবেশের ৩ শতক জায়গাটি একই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মোঃ রিপন মিয়ার। প্রভাবশালী ওই ব্যবসায়ী রিপন মিয়ার কাছ থেকে জোরপূর্বক তার মালিকানাধীন ৩ শতক জমি কিনতে চাইলে জমি বিক্রিতে অপরাগতা প্রকাশ রিপন। এত বাঁধসাধে সাইফুদ্দিন এ্যাপোলো। জোরপূর্বক রিপনের জমির দখলের সময় বাঁধা দিলে কোর্টে পর পর ৭টি হয়রানিমূলক মামলা দেন ওই ব্যবসায়ী। এসব মামলার ওয়ারেন্ট ইস্যু হওয়ায় রিপনের পরিবারের সকল সদস্য আত্মগোপনে থাকার সুবাদে গত ২৫ ডিসেম্বর’২১ইং তারিখ সকালে শহরের চিহ্নিত স্বশস্ত্র শতাধিক সন্ত্রাসীর উপস্থিতিতে জায়গার দখল, লুটপাট, বসতবাড়ি উচ্ছেদ সহ সন্ত্রাসী তান্ডবলীলা চালায় সাইফুদ্দিন এ্যাপোলো গং। স্বশস্ত্র মহড়া দেয়া সন্ত্রাসীদের উপস্থিতিতে জমি দখল নিয়ে পাকা বাউন্ডারি দেয়া হয়। ভূক্তভোগী পরিবার থানায় এবং ৯৯৯ ফোন করেও প্রতিকার না পেয়ে সাংবাদিকদের স্মরণাপন্ন হয় পরিবারটি।

সংবাদ সম্মেলনে রিপনের পিতা মোহাম্মদ আলী কান্নাজড়িত কন্ঠে বলেন-দেশে কি গরিব মানুষের কেউ নেই? আমি প্রশাসনের হস্তক্ষেপ এবং ন্যায় বিচার চাই।

সংবাদ উপস্থিত ছিলেন-ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads