• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
বসুন্ধরার কম্বল পেয়ে খুশি শীতার্তরা

সংগৃহীত ছবি

সারা দেশ

বসুন্ধরার কম্বল পেয়ে খুশি শীতার্তরা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৮ জানুয়ারি ২০২২

‘অভাবের তাড়নায় দুই বেলা খেতে পাইনি। শীতের কাপড় কিনব কি করে? এই শীতে একটি কম্বল কত প্রয়োজন তা একমাত্র শীতে কষ্ট পাওয়া গরিব মানুষ ভালো জানে। শীতে খুব কষ্ট করে রাত পার করছিলাম। কয়েকজনরে কইছি একটা কম্বল দেওয়ার জন্য, কেউ দেয় না। কম্বলডা পাইয়া এখন চিন্তামুক্ত হলাম।’বসুন্ধরা গ্রুপের সহায়তায় ও কালের কণ্ঠ শুভসংঘের আয়োজনে শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা কম্বল পেয়ে মনের কথাগুলো বলছিলেন বৃদ্ধা হাওয়া বেগম।

শুক্রবার বিকেলে মনোহরদী বাসস্ট্যান্ড পশুর হাট মাঠে ৫০০ শীতার্ত মানুষের হাতে বসুন্ধরার উপহার তুলে দেওয়া হয়।

গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায় দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ বসুন্ধরা গ্রুপের সহায়তায় কালের কন্ঠ শুভসংঘ ও খিরাটী সেবা সংঘের আয়োজনে ঘাগটিয়া ইউনিয়নের খিরাটী গ্রামে দুস্থ-দরিদ্র-অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৭ জানুয়ারি) সকালে কাপাসিয়া উপজেলার ড.এম.এ.হাসান মডেল হাইস্কুল মাঠে কম্বল বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শহীদুল্লাহ। খিরাটী গ্রামের ৫০০ জন শীতার্তের হাতে কম্বল তুলে দেওয়া হয়।

‘অ্যাকন অ্যানা উসুমোত থ্যাকবা প্যারমু। হামার ভালোই উপকার হলোবা। বসুন্ধরার এই কম্বল গায়োত দিয়া ঘুমামু'। কথাগুলো বলছিলেন বক্তারপুর গ্রামের সত্তর বছরের বৃদ্ধা মনোয়ারা বেগম। শুক্রবার সকাল ১০টায় নওগাঁ পিটিআই স্কুল মাঠে কম্বল বিতরনের সময় কম্বল হাতে পেয়ে কথা গুলা তাঁরা বলছিলেন। হাপানিয়া গ্রামের বাবলু কম্বল পেয়ে বললেন, হ্যামি ওজ বিয়ানে বাড়ি বাড়ি য্যায়া ম্যানসের গাইয়ের দুদ দুয়ে দেই। শীতোত খুব কষ্ঠ হছিলো। অ্যাকন এড্যা গায়োত দিয়া যমু।

মান্দায় শুক্রবার বিকেলে ৩০০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। কালের কণ্ঠ শুভসংঘের উদ্যোগে উপজেলার রেবা আখতার আলিম মাদরাসা মাঠে এসব কম্বল বিতরণ করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads