• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯

সারা দেশ

যুবকরা ক্রীড়ার দিকে ধাবিত হচ্ছে : যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক

  • দোলন ঢালী, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
  • প্রকাশিত ০৮ জানুয়ারি ২০২২

যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ড. শামীম আল সাইফুল সোহাগ বলেছেন, যুবকরা ক্রীড়ার দিকে ধাবিত হচ্ছে। এভাবেই যুবকরা মাঠে আসবে এবং ক্রীড়া ও সংস্কৃতি জাগতে থাকবে। তাহলেই এই যুব সমাজ ভাল থাকবে। বিশেষ করে মাদকের বাইরে গিয়ে যুবকরা যদি মাঠে থাকে, তাহলে তাদের মেধা ও মন-মানসিকতা ভাল থাকবে।

গতকাল শুক্রবার বিকেলে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের নয়াপাড়া টিলার মাঠে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণের সময় এসব কথা বলেন তিনি। শেখ ফজলুল হক মনি পরিষদ ক্লাবের উদ্যোগে এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়।

এসময় বালিয়াতলী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. আনসার উদ্দিন মুন্সি, কলাপাড়া পৌর যুবলীগ সহ-সভাপতি শেখ যুবরাজ, ইউনিয়ন পরিষদ সদস্য সাইমুন রহমান ইসমাইল, রিয়াজ উদ্দিন তালুকদার, সুমন মৃধা, মর্জিনা বেগম, শেখ ফজলুল হক মনি পরিষদ ক্লাবের তুহিন হোসাইন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান। নাইমুল ইসলাম কিবরিয়া কলাপাড়া উপজেলা যুবলীগ, সহ-সভাপতি আবুল কালম, আল আমিন মোল্লা, রাসেল হাওলাদার, সোহেল মৃধা, নাসির উদ্দিন বালিয়াতলী ইউনিয়ন যুবলীগ, রুবেল হাওলাদার, আরিয়ান মাহমুদ আরিফ কলাপাড়া উপজেলা ছাত্রলীগ সহ আরো নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই ক্রিকেট টুর্নামেন্টে ৬টি দল অংশগ্রহণ করে।

সুমাইয়া একাদশকে পরাজিত করে আব্দুল্লাহ একাদশ ফাইনাল খেলায় বিজয় হয়। মাঠের চারপাশে দর্শকদের উপস্থিতি ছিল ব্যাপক।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads