• শুক্রবার, ৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪২৯

সারা দেশ

রায়পুরায় প্রথম দিনে টিকা পেল আড়াই হাজার শিক্ষার্থী

  • রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
  • প্রকাশিত ০৯ জানুয়ারি ২০২২

নরসিংদীর রায়পুরা উপজেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।

আজ রবিবার সকালে রায়পুরা সরকারি কলেজ ও বিয়াম ল্যাবরেটরী স্কুল এ দুটি ভ্যানুতে টিকাদান শুরু করা হয়। প্রথম দিনে টিকা পেয়েছে ২ হাজার ৫ শত জন শিক্ষার্থী। উপজেলা নির্বাহী অফিসার আজগর হোসেন এর তত্ত্বাবধানে সার্বিক কার্যক্রম বাস্তবায়নে কাজ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সামালগীর আলম। সকাল থেকে নির্ধারিত তালিকায় থাকা স্কুলের শিক্ষার্থীরা ভ্যানু দুটিতে উপস্থিত হয়। কোন রকম ভয় ভীতি ছাড়া স্বতস্ফুর্তভাবে সারিবদ্ধ হয়ে টিকাদান কক্ষে ঢুকতে দেখা যায় শিক্ষার্থীদের।

পিরিজকান্দী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী সোহেল বলেন, খুব যত্ন সহকারে টিকা দেওয়া হচ্ছে। টিকা দেওয়ার পর কোন সমস্যা হয়নি। তবে একাধিক স্কুলের ছাত্র ছাত্রীরা একসাথে আসায় দীর্ঘ সময় লেগে যায়। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সামালগীর আলম সকাল থেকে বিকাল পর্যন্ত টিকাদান কেন্দ্রে উপস্থিত ছিলেন। তিনি বলেন, আজ আড়াই হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত টিকা দিয়ে কেউ অসুস্থ হওয়ার খবর পাওয়া যায়নি। টিকাদানে শিক্ষার্থী ও অভিভাবকদের আগ্রহ অনেক বেড়েছে। স্কুলের দেওয়া চাহিদার পরও অনেক শিক্ষা প্রতিষ্ঠান থেকে নতুন করে আরও ছাত্র ছাত্রীর সংখ্যা বাড়ানোর অনুরোধ আসছে। ১২ থেকে ১৮ বছর বয়সের মধ্যে যারা আছে আমরা সকল শিক্ষার্থীকে টিকার আওতায় আনতে চাই। মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে করোনা পরিস্থিতি মোকাবিলা করার কথাও বলেন তিনি।

মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, আগামী ১৫ জানুয়ারী পর্যন্ত উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের (বয়স অনিযায়ী যারা যোগ্য) ছাত্র ছাত্রীদের টিকা দেওয়া হবে। সেজন্য ইতিমধ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের চাহিদা নিয়ে সিডিউল দেওয়া হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads