• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪২৯

সারা দেশ

হালুয়াঘাটের আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক

  • মোঃ রফিকুল্লাহ চৌধুরী মানিক, হালুয়াঘাট প্রতিনিধি
  • প্রকাশিত ১০ জানুয়ারি ২০২২

‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার' মুজিববর্ষ উপলক্ষে সারা দেশের ন্যায় হালুয়াঘাটে তৃতীয় পর্যায়ে আরো ৪০ জন ভূমিহীন পাবে প্রধানমন্ত্রীর দেওয়া ঘর। আজ সোমবার বিকেলে উপজেলার ২ নং জুগলি ইউনিয়নে নির্মাণাধীন চৌদ্দটি আশ্রয়ন প্রকল্পের ঘর পরিদর্শন করেন ময়মনসিংহ জেলার মাননীয় প্রশাসক মোহাম্মদ এনামুল হক। পরিদর্শনকালে নির্মাণ সামগ্রী ও কাজের গুনগত দেখে সন্তোষ প্রকাশ করেন।

এসময় উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. রেজাউল করিম, সহকারী কমিশনার ভূমি তৌহিদুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, মো. শাহিনুজ্জামান খান স্খানীয় (ইউপি) চেয়ারম্যান ছামেদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত বছরে হালুয়াঘাট উপজেলায় প্রথমধাপে ১০০ জনকে এবং দ্বিতীয়ধাপে ৪০ জন উপকারভোগীদের মধ্যে বিতরণ সম্পন্ন করা হবে। তাদের প্রত্যেকে ২ শতাংশ ভ‍ূমিসহ পাকা ঘর দেওয়া হয়। এতে দুটি কক্ষ, একটি রান্নাঘর, একটি শৌচাগারসহ বিদ্যুৎ ও বিশুদ্ধ পানির ব্যবস্থা রয়েছে। সেই সাথে তৃতীয় ধাপে আরো ৪০ টি ঘর পাবে এই উপজেলায়। ইতোমধ্যে ভূমিহীনদের যাচাইবাছাই কার্যক্রম শেষ হয়েছে। প্রশাসন আশা করছে এবছরের মার্চের মধ্যে নতুন ৪০ টি ঘর নির্মাণ কাজ শেষ হবে। নির্মাণ কাজ শেষে তাদের হাতে তুলে দেওয়া হবে।

জানতে চাইলে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ভূমিহীন ও গৃহহীনদের নিয়ে যে অঙ্গীকার সেই লক্ষে আমারা কাজ করে যাচ্ছি। তার ধারাবহিকতায় এই উপজেলায় নতুন ৪০ টি ঘর তৃতীয় পর্যায়ে নির্মাণ হচ্ছে। উপজেলার এই কাজকর্মগুলি সন্তোষজনক। আমরা আশাবাদি মার্চের মধ্যে ঘর নির্মাণ কাজ শেষ হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads