• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯

সারা দেশ

তাড়াশে অসহনীয় যানজট নিত্য দিনের সঙ্গী

  • তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ২৪ জানুয়ারি ২০২২

সিরাজগঞ্জের তাড়াশে পৌর শহরে সদরের বাজারে চৌরাস্তা মোড়ের যানজট নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে। এ মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণ না থাকায় দিনের সারাক্ষণ যানজট লেগেই থাকে।

আজ সোমবার (২৪ জানুয়ারি) সকালে সরেজমিনে দেখা যায়, চৌরাস্তা মোড়ের একপাশে বাস, আরেক পাশে ট্রাক ও অন্য দুইপাশে ভটভটি গাড়ি। এসবের মাঝখানে মোড়ের মাঝে আটকে আছে মোটরসাইকেল আরোহী, অটোভ্যান চালক ও পথচারী।

চৌরাস্তা মোড়ের স্থানীয় লন্ড্রি দোকানদার শ্যামল কুমার বলেন, গণপরিবহন ও মানুষজন চলাচলের মিলনস্থল চৌরাস্তা মোড়। নিত্য প্রয়োজনে প্রতিদিন হাজারো মানুষ এ মোড় হয়ে পৌর শহরে প্রবেশ করেন। এখানে বাস, ট্রাক, সিএনজি, ইজিবাইক, ভটভটি, নসিমন, করিমন, অটোভ্যান ও ভাড়ায় চালিত মোটরসাইকেল বিশৃঙ্খলভাবে গ্যারেজ করায় সারাক্ষণ যানজট লেগেই থাকে। 

হাফিজুর রহমান নামে একজন পথচারী বলেন, চৌরাস্তা মোড়ে উভয় দিক থেকে হালকা ও ভারি ধরনের বহু যান্ত্রিক যানবাহন মুখোমুখি অবস্থান নেয়। এ সময় আশপাশ দিয়ে পায়ে হেঁটে চলাও মুশকিল হয়ে পড়ে। 

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মেজবাউল করিম বলেন, সিরাজগঞ্জ জেলা প্রকৌশলীর সাথে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে। চৌরাস্তা মোড়ের আশপাশের স্থাপনা ভেঙে রাস্তা প্রশস্ত করা হবে। এরপর যানজট থাকবে না।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads