• শনিবার, ৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪২৯
নৌকার বিপক্ষে কাজ করায় বহিষ্কার, পদ নিয়ে  ধোঁয়াশা!

সংগৃহীত ছবি

সারা দেশ

নৌকার বিপক্ষে কাজ করায় বহিষ্কার, পদ নিয়ে ধোঁয়াশা!

  • মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ২৬ জানুয়ারি ২০২২

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার তরফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সদস্য পদ থেকে ইজ্জত আলী জনিকে বহিষ্কার করেছে উপজেলা আওয়ামী লীগ। মঙ্গলবার উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সম্পাদক কর্তৃক স্বাক্ষরিত প্যাডে করা বহিষ্কারাদেশ দেয়া হয়। তবে ইজ্জত আলীর দাবি তিনি উপজেলা আ.লীগের সহ-দপ্তর সম্পাদক। এ কারণে উপজেলা আ.লীগ তাকে বহিষ্কার করতে পারে না। তবে উপজেলা আওয়ামী লীগ বলছে, এ পদে অপর একজন দায়িত্বে আছেন!

জানা যায়, সম্প্রতি অনুষ্ঠিত টাঙ্গাইল-৭ উপনির্বাচনে নৌকার প্রার্থীর পক্ষে কাজ করায় তরফপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আ.লীগের সভাপতি-সম্পাদককে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে ইজ্জত আলী ও তার ১৫/১৬ জন সহযোগীর বিরুদ্ধে। যে কারণে নির্বাচনের দিন নৌকার কাঙ্খিত ভোটাররা ভোট দানে বিরত ছিলেন। যা আ.লীগের গঠনতন্ত্রের ৪৬ (ক) ও (ঠ) ধারা মোতাবেক শাস্তিযোগ্য অপরাধ বিধায় কেন্দ্রীয় নির্বাহী সংসদের সিদ্ধান্তনুযায়ী আ.লীগের সকল কর্মকাণ্ড, সদস্য পদসহ সকল পদ থেকে মঙ্গলবার ইজ্জত আলীকে বহিষ্কার করা হয়।

ইজ্জত আলী জনির সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, বহিষ্কারাদেশের কোনো চিঠি পাননি। উপজেলা আ.লীগের সহ-দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করছেন বিধায় উপজেলা আ.লীগের বহিষ্কার করার কোনো এখতিয়ার নেই, তবে জেলা ও কেন্দ্রীয় আ.লীগ বহিষ্কার করতে পারে বলে উল্লেখ করেন।

এ ব্যাপারে মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ বহিষ্কারের তথ্যটি নিশ্চিত করে বলেন, ইতিপূর্বে উপজেলা আ.লীগের নমুনা কমিটিতে সহ-দপ্তর সম্পাদক হিসেবে নাম থাকলেও বর্তমান কমিটিতে ইজ্জত আলী জনি কোনো পদে নেই। বর্তমানে সহ-দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন পৌরসভার সাবেক কাউন্সিলর শহিদুল ইসলাম মাসুম। তবে, পদ নিয়ে ধোয়াশা কাটবে কবে এটির প্রশ্ন কিন্তু থেকেই যায়?

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads