• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯

সারা দেশ

মহিপুর থানা পুলিশের অভিযানে ৫ সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

  • গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত ২৮ জানুয়ারি ২০২২

গত ২৪ ঘন্টায় মহিপুর থানার সুযোগ্য অফিসার ইনচার্জ খোন্দকার মোঃ আবুল খায়ের এর নেতৃত্বে এএসআই (নিঃ) মোঃ ইব্রাহিম হাওলাদার, এএসআই (নিঃ) মোঃ জসিম উদ্দিন, এএসআই (নিঃ) মোঃ বায়েজীদ হোসেন এর সমন্বয়ে একটি চৌকস টিম মহিপুর থানা এলাকার একাধিকস্থানে বিশেষ অভিযান পরিচালনা করে দীর্ঘদিন আত্মগোপনে থাকা সাজা প্রাপ্ত ৫ আসামিকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলো -  মোঃ বাবুল হাওলাদার ওরফে বাবুল চৌকিদার, পিতা-মৃত আঃ আজিজ হাওলাদার, সাং-বিপিনপুর, থানা-মহিপুর, জেলা-পটুয়াখালী (জিআর ১১৩/১৬, ধারা-১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) টেবিলের ৭(ক) মূলে ৮ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত),  মোঃ রাজু, পিতা-শাহজাহান, সাং-আলীপুর, থানা-মহিপুর, জেলা-পটুয়াখালী (জিআর ১১৩/১৬, ধারা-১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) টেবিলের ৭(ক) মূলে ১০ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত), মোঃ জাহিদুল মৃধা, পিতা-মোঃ ইকবাল মৃধা, সাং-মধ্য ধুলাসার, ০২নং ওয়ার্ড, থানা-মহিপুর, জেলা-পটুয়াখালী (জিআর ৩৭২/১৮ (কলাঃ), ধারা-১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) টেবিলের ৭(ক) মূলে ১ বছর সশ্রম কারাদন্ড প্রাপ্ত), মোঃ কাশেম রাঢ়ী, পিতা-আঃ মজিদ রাঢ়ী, সাং-গোড়া আমখোলা, থানা-মহিপুর, জেলা-পটুয়াখালী (সিআর ২৪৩/১৬ (কলাঃ), ধারা-৪২০ পেনাল কোড মূলে ১ বছর বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত), মোঃ আলাউদ্দিন সরদার, পিতা-অহেদ সরদার, সাং-খাজুরা, থানা-মহিপুর, জেলা-পটুয়াখালী (সিআর ২৪৩/১৬ (কলাঃ), ধারা-৪২০ পেনাল কোড মূলে ১ বছর ৬ মাসের সশ্রম কারাদন্ড প্রাপ্ত)।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads