• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯

সারা দেশ

নাগদা নদীর খনন কাজ শুরু

  • কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ২৮ জানুয়ারি ২০২২

গাজীপুরের কালীগঞ্জ নির্বাচনী এলাকায় নাগদা নদীর ২২ কিলোমিটার খনন কাজ শুরু হয়েছে।

আজ শুক্রবার (২৮ জানুয়ারি) দুপুরে পূবাইলের বিন্দান এলাকায় অবস্থিত ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমী হল রুমে এ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

গাজীপুর জেলা প্রশানের সহযোগীতায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এড. আ. ক. ম. মোজাম্মেল হক এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এড. আজমত উল্লা খান, গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ।

গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল কালাম আজাদের সভাপতিত্বে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আনিছুর রহমান মিয়া, বিআইডব্লিউটিএ'র সদস্য যুগ্ন সচিব আব্দুস সাত্তার, বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যান কমান্ডো গোলাম সাদেক, কাউন্সিলর আজিজুর রহমান শিরিশ ও আব্দুস সালাম উপস্থিত ছিলেন। এ সময় গাজীপুর জেলা, মগানগর এবং কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads