• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯
মুন্সি শেখ জমির উদ্দিনের জন্মবার্ষিকী উদযাপন

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

মুন্সি শেখ জমির উদ্দিনের জন্মবার্ষিকী উদযাপন

  • মেহেরপুর প্রতিনিধি
  • প্রকাশিত ৩০ জানুয়ারি ২০২২

মুন্সি শেখ জমির উদ্দিনের ১৫২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। রবিবার মেহেরপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মুন্সি জমির উদ্দিন স্মৃতি সংসদের আহ্বায়ক এসএম আইনুল হক।

আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক ফজলুল হক মন্টু, মুজিবনগর সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক জহির হোসেন চঞ্চল, এছাড়াও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু লায়েস লাভলু, সাংবাদিক মনিরুল ইসলাম, হাসনাত জামান সৈকত প্রমূখ। অতিথিরা দীর্ঘ আলোচনায় বলেন শিক্ষার মাঝে একটি জাতির জাতি সত্তার প্রকৃত পরিচয় মেলে বিদ্যাবিনোদ শেখ জমির উদ্দিনের গবেষনা লেখনির মাধ্যমে। ব্রিটিশ শাসনের কবলে পড়ে বাঙালি মুসলিম জাতি যখন শিক্ষা, চিকিৎসা, ধর্ম, অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়েছিল ঠিক তখনই মুন্সি শেখ জমির উদ্দিন তার লেখনীর মাধ্যমে বাঙালি মুসলিম জাতিকে জাগিয়ে তুলতে গিয়ে সাহিত্যিক অঙ্গনে নিজেকে ঠাঁই করে নিয়েছিলেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক ও সুধী বর্গ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads