• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪২৯
ঈশ্বরদীতে অবৈধ ইটভাটায় ইউএনওর অভিযান

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

ঈশ্বরদীতে অবৈধ ইটভাটায় ইউএনওর অভিযান

  • ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
  • প্রকাশিত ৩১ জানুয়ারি ২০২২

ঈশ্বরদীর দু’টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পিএম ইমরুল কায়েস এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ইটভাটা স্থাপন ও ইটপ্রস্তত আইন লঙ্ঘনের অভিযোগে উপজেলার লক্ষ্মীকুন্ডা গ্রামের মেসার্স ন্যাশনাল ব্রিকস ও নবীনগর ব্রিকসে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় মেসার্স ন্যাশনাল ব্রিকসের স্বত্বাধিকারী শামসুল ইসলামকে ৫০ হাজার ও নবীনগর ব্রিকসের স্বত্বাধিকারী নূরুল ইসলামকে ২৫ হাজার ও অপর স্বত্বাধিকারী আসাদুজ্জামানকে ২৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক পি এম ইমরুল কায়েস বলেন, অবৈধ এসব ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads