• মঙ্গলবার, ৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪২৯
বগুড়ায় করোনায় এক তরুণীর মৃত্যু, কমেছে শনাক্ত

ফাইল ছবি

সারা দেশ

বগুড়ায় করোনায় এক তরুণীর মৃত্যু, কমেছে শনাক্ত

  • বগুড়া প্রতিনিধি
  • প্রকাশিত ৩১ জানুয়ারি ২০২২

বগুড়ায় করোনা সংক্রমণের হার কিছুটা কমেছে। ২৪ ঘণ্টায় ৩৭৫ নমুনায় ১২৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। পরীক্ষার হিসেবে শনাক্তের হার দাঁড়িয়েছে ৩৩ দশমিক ৬০ শতাংশ। এর আগের দিন শনাক্তের হার ছিল ৩৯ দশমিক ৬৫ শতাংশ। এর পাশাপাশি করোনায় আক্রান্ত হয়ে সানজিদা (২৩) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।

রোববার সকালে বগুড়া দুপচাঁচিয়ার এই নারী মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগেরদিনও এক নারী করোনায় প্রাণ হারান। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া জেলা স্বাস্থ্য দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।

জেলা স্বাস্থ্য দপ্তরের তথ্যানুযায়ী, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) ও টিএমএসএস কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষা করে ১১০জনের করোনা শনাক্ত হয়েছেন।

এছাড়া এন্টিজেন পরীক্ষায় শনাক্ত হয়েছেন ২২জন এবং বাকি ৪জন জিন এক্সপার্ট মেশিনের পরীক্ষায় শনাক্ত হয়েছেন।নতুন ১২৬জনের মধ্যে বগুড়া সদরের ৭২জন, শেরপুর ১১জন, শাজাহানপুর ৯জন, আদমদিঘীতে ৮জন, কাহালুতে ৬জন, দুপচাঁচিয়ায় ৬জন, গাবতলীতে ৫জন, ধুনটে ৪জন, নন্দীগ্রামে ৩জন এবং বাকি ২জন শিবগঞ্জের বাসিন্দা।জেলায় এ পর্যন্ত ১ লাখ ৩৫হাজার ৪৫৯টি নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছে ২৩ হাজার ৯০৯জন। এর মধ্যে নতুন করে ৫৫জনসহ সুস্থ হয়েছেন ২১ হাজার ৫৪৯জন এবং নতুন করে একজন মারা যাওয়ায় মোট মৃত্যু ৬৯৩ জনে দাঁড়িয়েছে।এছাড়া বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে জেলার করোনা বিশেষায়িত ৩টি হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন ৯৭জন। এর মধ্যে শজিমেক হাসপাতালে ৩৩জন, মোহাম্মাদ আলী হাসপাতালে ৪০জন এবং টিএমএসএস হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ১৮জন। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা নির্ধারিত বেডে রোগী রয়েছেন ৬জন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads